E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভবনে ফাটল, হস্তান্তর করছে না এলজিইডি

শিক্ষকের বাড়ির উঠানে চলছে শিক্ষার্থীদের পাঠদান

২০১৯ ফেব্রুয়ারি ২৮ ১৮:১৫:০৮
শিক্ষকের বাড়ির উঠানে চলছে শিক্ষার্থীদের পাঠদান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার স্বল্প আকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন হস্তান্তর না হওয়ায় দীর্ঘদিন যাবৎ এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহকারী শিক্ষক শরিফা আক্তারের বাড়ির উঠানে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। এক সঙ্গে তিন শ্রেণির পাঠদান চলায় শিক্ষক-শিক্ষার্থী কেউ কারও কথা ঠিকভাবে শুনতে পারছিল না।

সরেজমিনে নাগরপুর উপজেলা সদর থেকে ৮ কি.মি. অদূরে স্বল্প আকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় এমন চিত্র। ভবন সংকটে গত কয়েক বছর যাবত ধরেই চলছে বিদ্যালয়ের এমন বেহাল দশা। বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ চলায় এবং বিকল্প কোন ব্যাবস্থা না থাকায় অন্যের বাড়ির উঠানে বসে ক্লাস করতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। কাঠফাটা রোদ, ভ্যাপসা গরম ও শীতের কনকনে হাওয়ায় পাঠদান ব্যাহত হয়। আর বৃষ্টি নামলে পাঠদান বন্ধ করে ছুটি দিতে বাধ্য হন শিক্ষকরা।

বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শুরু হওয়ার পর পুরাতন ভবনে খুব কষ্ট করে ক্লাস চলছিল। কিন্তু গত বছর বন্যায় বিদ্যালয়ে পানি উঠলে উর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শক্রমে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সহকারী শিক্ষিকা শরীফার বাড়িতে স্থানান্তর করি।বন্যার সময় পুরাতন টিনশেড ঘরটি ক্ষতিগ্রস্থ হলে সেখানে ক্লাস নেওয়া আর সম্ভব হয়নি। এখন নতুন ভবন নির্মিত হলেও হস্তান্তর জটিলতায় এখনও আমরা নতুন ভবনে ক্লাস নিতে পারছি না। সামনে বর্ষা মৌসুমে যদি দ্রুত ভবন হস্তান্তর না করা হয় তাহলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম কঠিন হয়ে পড়বে।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, গত বছর বন্যার সময় বিদ্যালয়ে পানি উঠায় আমরা সাময়িকভাবে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম স্থানান্তর করি । দীর্ঘদিনেও আমাদের কাছে নতুন ভবন স্থানান্তর না করায় আমরা বেশ বিপাকে পড়েছি। আমি এ বিষয় নিয়ে উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করি । তিনি আমাকে আশ্বাস দিয়েছেন খুব দ্রুতই ভবনটি আমাদের কাছে হস্তান্তর করবেন।

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, নব নির্মিত ভবনটি হস্তান্তরের আগেই এর বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। মেসার্স এসএস বি এন্টারপ্রাইজ ২০১৬-১৭ অর্থ বছরে ৮৯ লাখ ৭১হাজার ৯ শত ৩২ টাকা ব্যায়ে বিদ্যালয় ভবনটি যথাসময়ে নির্মাণ করতে পারেনি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জামাল উদ্দিন বলেন, নব নির্মিত বিদ্যালয় ভবনটিতে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় এর বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।

এ বিষয়ে ঠিকাদার মো. মনির হোসেন বলেন, ভবনের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে না পারায় ও ভবনের নিচের অংশের এটেল মাটি থাকার কারনে ভবনের নিচের অংশে ফাটলের সৃষ্টি হয়েছে। ভবনটি হস্তান্তরের আগে আমি তা মেরামত করে দেব।

এ ব্যাপারে নাগরপুর উপজেলা প্রকৌশলী শাহীনুর আলম জানান, আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ভবন নির্মানের সময় ময়মনসিংহ জোনের একটি প্রতিনিধি দল ভিজিট করেন। তারা এখন পর্যন্ত ভিজিট করেন নি। আর ফাটলের বিষয়টি আমি দেখেছি এখানে মূলবিল্ডিং এর কোন ক্ষতি হবে না।

(আরএসআর/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test