E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর টোল সিস্টেম বিকল

২০১৯ ফেব্রুয়ারি ২৮ ১৮:৫২:২৪
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর টোল সিস্টেম বিকল

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে টোল সিস্টেম বিকল হওয়ায় দুপুর ২টা থেকে প্রায় দেড় ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। পরে সেতু কর্তৃপক্ষ ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় শুরু করলে সেতু দিয়ে যানচলাচল শুরু হয়। 

পুলিশ ও সেতু সূত্রে জানা গেছে, বর্তমানে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এর আগে কয়েক বছর টোল আদায় করেছে বেসরকারি ঠিকাদারী প্রতিষ্ঠান কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)। সিএনএস টোল আদায়ের সময় তাদের নিজস্ব সিস্টেম দিয়ে সেতুতে টোল আদায় করতো।

পরবর্তীতে সিএনএসের কন্ট্রাক্ট বাতিল হলেও ঐ নেটওর্য়াক ভাড়া নিয়েই টোল আদায় করছে সেতু কর্তৃপক্ষ। এতে মাঝে মধ্যেই নেটওর্য়াক সিস্টেম বিকল হয়ে সেতু দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বিবিএ’র বঙ্গবন্ধু সেতু সাইটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, সিএনসের সিস্টেম ভাড়া নিয়ে সেতুতে টোল আদায় করা হচ্ছে। ইন্টারনেটের জটিলতার কারনে এরকম হয়েছে। তারপরও যাতে সেতুতে যানজটের ভোগান্তি না হয় সেক্ষেত্রে ম্যানুয়ালে টোল আদায় করা হচ্ছে।

(আরকেপি/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test