E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুরে দলীয় মনোনয়ন পেলেন কুদরত আলী

২০১৯ মার্চ ০২ ১৭:০৮:১২
নাগরপুরে দলীয় মনোনয়ন পেলেন কুদরত আলী

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেলেন মো.কুদরত আলী। তিনি সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। 

১ মার্চ শুক্রবার রাতে উপজেলাপরিষদ নির্বাচনের মনোনয়ন বোর্ডে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে নাগরপুরসহ টাঙ্গাইলের ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ায় আজ (২ মার্চ) শনিবার সকালে তিনি উপজেলা আওয়ামীলীগ অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, উপজেলা আওয়ামীলীগের সাবেক ও সফল সভাপতি প্রয়াত নেতা গোলাম মোহাম্মদ খান তারেক এর কবর জিয়ারতের মাধ্যমে সকলের কাছে দোয়া চান।

এদিকে মনোনয়ন পাওয়ার খবরটি ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্নই উনিয়ন থেকে নেতাকর্মীরা ছুটে আসেন ও তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তারা আনন্দ উল্লাস ,মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন।

মো.কুদরত আলী সাংগঠনিক দক্ষতা, অব্যহত গণসংযোগ এবং উন্নয়নমূলক কর্মকান্ড দ্বারা তিনি নিজেকে করেছেন সুসংহত। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে উপজেলার প্রতিটি গ্রাম মহল্লায় এবং দলের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ওয়ার্ড-ইউনিয়নের নেতাকর্মীরা সরাসরি তার দীর্ঘদিনের সঙ্গী হওয়ায় গণসংযোগে পাচ্ছেন বাড়তি সুবিধা।

উপজেলা চেয়ারম্যান হিসাবে দলীয় মনোনয়ন পেয়ে মো.কুদরত আলী বলেন, আমি নাগরপুরের জনগণকে ভালবাসি, তারাও আমাকে নিজের সন্তানের মত ভালবাসে। তাদের এই ভালবাসার কাছে আমি অনেক ঋণী। আমি দুঃসময়ে রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমি উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছি। আশা করি নাগরপুরের জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিটটি উপহার দিতে পারবো।

তিনি আরো বলেন, নির্বাচিত হলে স্থানীয় এমপি তারুণ্যদীপ্ত আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখবো।

(আরএসআর/এসপি/মার্চ ০২, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test