E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিহাতীতে চেয়ারম্যান পদে মনোনয়ন পেলেন মোজহারুল ইসলাম তালুকদার

২০১৯ মার্চ ০২ ১৮:৩৬:১১
কালিহাতীতে চেয়ারম্যান পদে মনোনয়ন পেলেন মোজহারুল ইসলাম তালুকদার

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যার পদে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার। স্বীয় সাংগঠনিক দক্ষতা, অব্যাহত গণসংযোগ এবং উন্নয়নমূলক কর্মকান্ড দ্বারা তিনি নিজেকে করেছেন সুসংহত।

মোজহারুল ইসলাম তালুকদার পা থেকে মাথা পর্যন্ত আগাগোড়া একজন পূর্ণাঙ্গ আওয়ামী লীগার। এলাকার মানুষের কাছে তিনি ‘প্রিয় ঠান্ডু ভাই’ হিসেবে সুপরিচিত। রাজনীতি তার ধ্যান-জ্ঞান আর আওয়ামী লীগ তার রসদ। আজীবন সংগ্রামী মোজহারুল ইসলাম তালুকদার কালিহাতী উপজেলা আওয়ামীলীগের প্রাণপুরুষ। তার সুদক্ষ নেতৃত্বেই অত্যন্ত সুসংগঠিত কালিহাতীর আওয়ামীলীগ।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন। কালিহাতী উপজেলার পূর্বাঞ্চল মরিচা থেকে পশ্চিমাঞ্চল আফজালপুর এবং দক্ষিণে সুরাবাড়ী থেকে উত্তরে বেতডোবা পর্যন্ত দিনরাত সভা-সেমিনার, উঠান বৈঠকের মাধ্যমে গণসংযোগ করছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় উপজেলার প্রতিটি গ্রাম-মহল্লা এবং দলের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ওয়ার্ড-ইউনিয়নের নেতাকর্মীরা সরাসরি তার দীর্ঘদিনের সঙ্গী হওয়ায় গণসংযোগে পাচ্ছেন বাড়তি সুবিধা।

মোজহারুল ইসলাম তালুকদার ১৯৫০ সালে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কুরুয়া গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ি মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি গ্রামের সম্ভ্রান্ত তালুকদার বাড়ি। ১৯৬৭ সালে সিংগুরিয়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৬৯ সালে সরকারি এমএম আলী কলেজ থেকে এইচএসসি এবং ১৯৭২ সালে ওই কলেজ থেকেই বিএ ডিগ্রি অর্জন করেন। সরকারি এমএম কলেজে পড়াশোনা অবস্থায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব, টাঙ্গাইল মহকুমা ছাত্রলীগের প্রচার সম্পাদক এবং পরে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বপালন করেন। ১৯৯২-৯৮ সালে প্রথম এবং ২০০৩-১১ সাল পর্যন্ত দ্বিতীয় বার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বপালন করেন। ১৯৭৪-৭৭ সাল পর্যন্ত কালিহাতী থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, ১৯৭৭-৮৪ সাল পর্যন্ত কালিহাতী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ১৯৮৪-৯০ সাল পর্যন্ত দুইবার কালিহাতী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ১৯৯০-৯১ সাল পর্যন্ত কালিহাতী উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, ১৯৯১-২০১৪ সাল এবং ২০১৪ থেকে চতুর্থ মেয়াদে বর্তমান সময় পর্যন্ত তিনি দক্ষতার সাথে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৭ সালে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন। ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ২৬ হাজার ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলতার সাথে কাজ করছেন।

১৯৭১ সালে মুজিব বাহিনীর হয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পূর্বে এবং পরবর্তী সময়ে উপজেলা-জেলা পর্যায়ের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন। আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময়ে কারাবরণ করেছেন। বিশেষ করে ১৯৬৭ সালে বঙ্গবন্ধু কর্মী বিশ্বনাথকে হত্যার প্রতিবাদে মিছিল করার সময় কারাভোগের পর (ওঅ) ঋড়ৎস ঈষবধৎধহপব পান। ১৯৭৫ সালে জাতির জনককে সপরিবারে হত্যার পর দুই বার গ্রেপ্তার হন এবং দুইবারই সামরিক জান্তার নির্মম অত্যাচার-নির্যাতন সহ্য করেন। পরবর্তী সময়েও বিভিন্ন আন্দোলন- সংগ্রামের মধ্য দিয়ে কালিহাতী উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছেন। তিনি কালিহাতীর বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠায় তার রয়েছে অপরিসীম অবদান।

জানা যায়, দীর্ঘকাল থেকে মোজহারুল ইসলাম তালুকদার কালিহাতী উপজেলার সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছেন। তিনি একজন ন্যায়পরায়ন রাজনীতিক। বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শ প্রচার ও দলকে সুসংগঠিত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন। জেলা, উপজেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে তার ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের কাছে অমায়িক ও স্পষ্টবাদী ব্যক্তি হিসেবে সুপরিচিত। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসায় এলাকার উন্নয়ন কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন।

মোজহারুল ইসলাম তালুকদার সম্পর্কে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলেন কালিহাতীর আওয়ামীলীগ ও মোজহারুল ইসলাম তালুকদার দুইটি সমার্থক শব্দ। তিনি তিলতিল করে কালিহাতীতে আওয়ামী লীগের সুদৃঢ় ভীত গড়ে তুলছেন। তিনি বিএনপি-জামায়াতের মূর্তিমান আতংক। উপজেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আওয়ামীলীগকে দীর্ঘদিন যাবৎ সুসংগঠিত করে রেখেছেন। তার নিরলস পরিশ্রমের ফল আমরা সবাই ভোগ করি এবং করছি।

উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়ে মোজহারুল ইসলাম তালুকদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি মানুষের সেবা করার জন্য। স্থানীয় সাংসদ তারুণ্য দীপ্ত হাছান ইমাম খান সোহেল হাজারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

(আরকেপি/এসপি/মার্চ ০২, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test