E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে প্রতারণার অভিযোগে ‘কথিত চিকিৎসক’ আটক

২০১৯ মার্চ ০২ ১৮:৪১:২২
চাটমোহরে প্রতারণার অভিযোগে ‘কথিত চিকিৎসক’ আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে চিকিৎসার নামে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় শরিফুল ইসলাম শরিফ (৪০) নামের এক ‘কথিত চিকিৎসক’কে আটক করেছে পুলিশ। উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা বাজার থেকে তাকে আটক করা হয়। 

আটক ‘কথিত চিকিৎসক’ শরিফুল ইসলাম পাবনা পৌর সদরের রাধানগর মহল্লার শফি উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিএমডিসি নিবন্ধন নম্বর না থাকলেও নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে প্রেসক্রিপশন প্যাড এবং সিল ব্যবহার করে রোগীদের ব্যবস্থাপত্র লিখে আসছিলেন শরিফুল ইসলাম নামের এক ব্যক্তি। গোপন সংবাদের জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় মহেলা বাজার এলাকায় বিসমিল্লাহ ফার্মেসীতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় তার কাছ থেকে বেশ কিছু অখ্যাত প্রতিষ্ঠানের সনদপত্রের ফটোকপি ও প্যাড জব্দ করা হয়। পরে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সবিজুর রহমানকে ডেকে নিয়ে কাগজ পত্র যাচাই বাছাই করা হয়। প্রাথমিক অবস্থায় সেগুলোতে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, এসআই গোপাল চন্দ্র মন্ডল বাদী হয়ে আটক শরিফুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-০২। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সবিজুর রহমান সবুজ বলেন, বিএমডিসির নিবন্ধন নম্বর ছাড়া কেউ নামের সাথে ডাক্তার ও এমবিবিএস পদবী ব্যবহার করতে পারে না। শরিফুল নামের ওই ব্যক্তি তার নিবন্ধন নম্বর দেখাতে পারেন নাই। তিনি যে কাগজপত্র দেখিয়েছেন তাতে নানা অসঙ্গতি দেখা গেছে। যে প্রতিষ্ঠান থেকে সনদ নিয়েছেন, সেটি সরকারি স্বীকৃত কোনো প্রতিষ্ঠান নয়।

(এমএইচএম/এসপি/মার্চ ০২, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test