E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সকল ভাতা বিতরণ

২০১৪ জুলাই ২৩ ১৫:২৯:৪৩
সাপাহারে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সকল ভাতা বিতরণ

নওগাঁ প্রতিনিধি : বুধবার সকাল ১০টায় নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সকল ভাতা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন মিঞার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ওপর গুরুত্ব রেখে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাসমুল আলম শাহ্ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ আলী মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে প্রধান অতিথি উপজেলার ৩২জন নতুন তালিকাভূক্ত ৪ হাজার ২’শ ২৯৬ জন অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা বিতরণ করেন। বয়স্কদের মাঝে প্রত্যেককে ৩ হাজার ৬’শ টাকা, ১৪২জন বিধবা ও স্বামী পরিত্যক্তার মাঝে প্রত্যেককে ৩ হাজার ৬’শ টাকা, ৮৩ জন দলিত, হরিজন ও বেদে বয়স্কদের প্রত্যেককে ৩ হাজার ৬’শ টাকা এবং ১২ জন হিজড়ার মাঝে প্রত্যেককে ৩ হাজার ৬’শ টাকা করে সর্বমোট ২০ লাখ ৫৩ হাজার ২’শ টাকা বিতরণ করেন।

প্রধানমন্ত্রীর ‘দেশ গড়ার মনোনিবেশ পথ হারাবে না বাংলাদেশ’ এর আওতায় উপজেলার বিভিন্ন গ্রামে ৫টি পয়েন্টে ২৭৫জন গ্রাহকের বাড়ীতে সুইচ টিপে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি পত্নীতলা জোনের ডি জি এম মো. আব্দুর রউফ, সহকারী প্রকৌশলী মো. আ. সালাম, ইলেকট্রিশিয়ান মিন্টুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

(বিএম/জেএ/জুলাই ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test