E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে ৬ মাস পর এসিল্যান্ডের লাশ উত্তোলন

২০১৪ জুলাই ২৩ ১৫:৪০:২২
ধামইরহাটে ৬ মাস পর এসিল্যান্ডের লাশ উত্তোলন

নওগাঁ প্রতিনিধি : বুধবার বেলা ১১টায় নওগাঁর ধামইরহাটে দীর্ঘ ৬ মাস ৩ দিন পর সড়ক দুর্ঘটনায় নিহত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অবিদিয় মার্ডী (৩৫) এর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে অবিদিয় মার্ডীর লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হলো। লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। অবিদিয়ের আকস্মিক মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে গত ১৩ জানুয়ারি গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

পরিবার ও আদালতের আদেশে লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন উল হাসান, নওগাঁর নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা বি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী রাসেল, ধামইরহাট থানার এসআই মেহেদী হাসান সুমনসহ স্থানীয় সাংবাদিক ও আদিবাসী নেতৃবৃন্দ।

এ ব্যাপারে অবিদিয় মার্ডীর বড় ভাই ফাদার স্যামসন মারান্ডী বলেন, আমার ছোট ভাই অবিদিয় মার্ডী গোবিন্দগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে আদিবাসীদের জমি সংক্রান্ত পারমিশন বিষয়ে ওই এলাকার এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দ্বন্দ্ব বাঁধে। পরবর্তীতে ওই চক্র তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়।

তিনি অভিযোগ করে বলেন, কোন প্রকার ময়নাতদন্ত ছাড়া অবিদিয়কে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন লাশ দ্রুত দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে আমরা জানতে পেরেছি আমার ভাইকে একটি মহল সুপরিকল্পিতভাবে হত্যা করে। লাশ উত্তোলন পূর্বক সঠিকভাবে ময়নাতদন্তের জন্য এলাকাবাসী ও বিভিন্ন আদিবাসী সংগঠন গত ২৭ এপ্রিল ধামইরহাট উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচী পালন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

উল্লেখ্য, এক সন্তানের জনক অবিদিয় মার্ডী ধামইরহাট উপজেলার বেনীদুয়ার মিশনপাড়া গ্রামের মৃত যোসেফ মার্ডীর ছেলে। গত ১১ জানুয়ারি নিজ কর্মস্থল গোবিন্দগঞ্জ থেকে মোটর সাইকেলযোগে সকালে নিজ বাড়ি বেনীদুয়ার গ্রামে আসে। বিকেলে কর্মস্থলে ফেরার পথে রংপুর-বগুড়া মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা নামকস্থানে অটোরিক্সার ধাক্কায় তিনি মারা যান।

(বিএম/জেএ/জুলাই ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test