E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আন্তর্জাতিক নারী দিবসে আগৈলঝাড়ায় মানববন্ধন ও আলোচনা সভা 

২০১৯ মার্চ ০৬ ১৬:২৩:৫০
আন্তর্জাতিক নারী দিবসে আগৈলঝাড়ায় মানববন্ধন ও আলোচনা সভা 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো।” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারী নেত্রী, এনজিওকর্মী ও শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালীন সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেনের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন,

উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা মৎম্য কর্মকর্তা রোজিনা আক্তার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা কাঞ্চন বালা মন্ডল, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী মো.সাইফুল ইসলাম লিটন, উপজেলা সংরক্ষিত নারী সদস্য পবিত্র রানী বাড়ৈ, মায়া বাড়ৈ, শিখা রানী শিকদারসহ প্রমুখ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আগামী ৮ ও ৯ মার্চ উপজেলা পরিষদ চত্তরে নারী সংগঠকদের নিয়ে অনুষ্ঠিত হবে নারী মেলা।

(টিবি/এসপি/মার্চ ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test