E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুরো কুরআন হাতে লিখলেন বরিশালের হুমায়ুন

২০১৯ মার্চ ০৬ ১৬:৫৮:১০
পুরো কুরআন হাতে লিখলেন বরিশালের হুমায়ুন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিশ্বের বহু দেশে পবিত্র কুরআন হাতে লেখার খবর পাওয়া গেলেও এবার বাংলাদেশের এক প্রতিভাবান তরুণ হুমায়ুন কবির সুমন হাতে লিখেছেন পুরো পবিত্র কুরআন। মাদরাসায় না পড়েও প্রবল ইচ্ছা শক্তির জোরেই বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বারড়িয়া গ্রামের মোঃ হুমায়ুন কবির সুমন আরবি শিখে তিন বছরে পুরো কুরআন হাতে লিখেছেন।

১৯৯৯ সালে এসএসসি পাস করার পর হুমায়ুন কুরআনুল কারিম লেখার উদ্দেশ্যে আরবি লেখা শিখেছেন। এরপর ২০০৭ সালে তিনি পবিত্র কুরআন হাতে লেখা শুরু করেন। তিন বছরের ব্যবধানে ২০১০ সালে পুরো কুরআন লেখা সম্পন্ন করেন হুমায়ুন।

সম্পূর্ণ নিজের ইচ্ছায় আরবি লেখা শিখে কুরআন লেখা এবং পৃষ্ঠা বিন্যাস ও সৌন্দর্য বৃদ্ধিতে ক্যালিওগ্রাফিও ব্যবহার করেছেন তিনি। বরিশালের তরুণ প্রতিভাবান হুমায়ুন বিশ্বের সবচেয়ে বড় হাতের লেখা কুরআনে পান্ডুলিপি তৈরির মাধ্যমে বিশ্ব আলোচনায় আসতে চাচ্ছেন। হুমায়ুন কবির সুমন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বারড়িয়া গ্রামের মোঃ রজব আলী শিকদারের পুত্র।

বর্তমানে তিনি ঢাকার গাউছিয়া মার্কেটের একটি শো-রুমের সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। হুমায়ুন কবির সুমন নিখুঁত, নির্ভুল ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পবিত্র কুরআনুল কারিমের পান্ডুলিপি তৈরি করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বরিশালের আলেম, ওলামা ও ইমাম সমাজের নেতৃবৃন্দরা।

(টিবি/এসপি/মার্চ ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test