E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটিয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তিন লক্ষ টাকা ছিনতাই

২০১৪ জুলাই ২৩ ২০:২৫:৫১
পটিয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তিন লক্ষ টাকা ছিনতাই

পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় দিনে দুপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে তিন লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের আমজুর হাট এলাকার এ ঘটনা ঘটে। মাইক্রোবাসের গতিরোধ করে ছিনতাইকারীরা কক্সবাজার এলাকার মোঃ আজিজুল হক নামের এক ব্যবসায়ীর কাছ থেকে এ টাকা ছিনতাই করে।

এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার চপুলন্দি এলাকার সৈয়দ আহমদের পুত্র মোঃ ফারুক (২৮) ও পটিয়া উপজেলার আমজুর হাট এলাকার মোহাম্মদ সামশুল আলমের পুত্র মোঃ সাহেদুল আলম (২২)।

জানা যায়, কক্সবাজার ঈদগাঁও এলাকার মৃত মওলানা মীর আহমদের পুত্র কাপড় ব্যবসায়ী মোঃ আজিজুল হক একটি মাইক্রোবাসে করে দোকানের মালামাল ক্রয় করতে চট্টগ্রাম নগরীতে যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের আমজুর হাট এলাকায় পৌছলে যাত্রী বেশে কয়েকজন যুবক গাড়ী থামাতে হাত দেখায়। মাইক্রোবাসের চালক গাড়ী থামাতেই গাড়ীর চাবি নিয়ে নেই ওই যুবকরা। তখন মাইক্রোবাসের ভিতরে থাকা ব্যবসায়ী মোঃ আজিজুল হককে অস্ত্রের মুখে রাস্তার পাশে দাঁড়ানো একটি সিএনজি অটোরিক্সাতে তুলে নিয়ে জঙ্গলখাইন এলাকায় নিয়ে যায়।

ব্যবসায়ী আজিজুল হক জানান, তার একটি কাগজের ব্যাগের মধ্যে থাকা তিন লক্ষ টাকা দিতে না চাইলে তারা তাকে দুই পায়ের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে আঘাত করে টাকা নিয়ে আমাকে গাড়ী থেকে নামিয়ে দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। খবর পেয়ে পটিয়া থানার এসআই মোঃ রাজিব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ওই দুই যুবককে আটক করে। পটিয়া থানা পুলিশের এসআই মোহাম্মদ রাজিব হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এনআই/অ/জুলাই ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test