E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরের ১৩ উপজেলা নির্বাচনে নৌকা ৮, স্বতন্ত্র ৪ ও একটিতে লাঙ্গল বিজয়ী

২০১৯ মার্চ ১৯ ১৬:৩৪:১৯
দিনাজপুরের ১৩ উপজেলা নির্বাচনে নৌকা ৮, স্বতন্ত্র ৪ ও একটিতে লাঙ্গল বিজয়ী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর : দিনাজপুরের ১টি উপজেলা পরিষদ নির্বাচনে ৮টি’তে আওয়ামীলীগ,৪’টি’তে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র এবং একটিতে জাতীয় পার্টি (এরশাদ) নির্বাচিত হয়েছে। এরমধ্যে আওয়ামীলীগের নৌকা প্রতীকে ৪জন প্রার্থী নির্বাচিত হয়েছেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায়। 

দিনাজপুরের ১২ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে,সোমবার। বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, বিরল উপজেলায় নৌকা প্রতীকে আওয়ামীলীগের একেএম মোস্তাফিজুর রহমান বাবু, খানসামা উপজেলা মোটরসাইকেল প্রতীকে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আবু হাতেম, বোচাগঞ্জ উপজেলায় লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি(এরশাদ) এর এ্যাডভোকেট জুলফিকার হোসেন, বীরগঞ্জ উপজেলায় নৌকা প্রতীকে আওয়ামীলীগের আমিনুল ইসলাম,কাহারোল উপজেলা মোটর সাইকেল প্রতীকে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র আব্দুল মালেক সরকার,চিরিরবন্দর উপজেলায় আনারস প্রতীকে আওয়মীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম তারিক পার্বতীপুর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকে আওয়ামীলীগের হাফিজুল ইসলাম প্রামানিক ঘোড়াঘাট উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকে আওয়ামীলীগের রাফে খন্দকার শাহেন শাহ্, বিরামপুর উপজেলায় আনারস প্রতীকে আওয়ামীলীহের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী খাইরুল আলম রাজু,নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নৌকা প্রতীকে আতাউর রহমান, ফুলবাড়ী উপজেলায় আওয়ামীলীগের নৌকা প্রতীকে আতাউর রহমান মিল্টন ও হাকিমপুর (হিলি) উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকে আওয়ামীলীগের হারুনুর রশীদ নির্বাচিত হয়েছেন।

এছাড়াও আগামী ৩১ মার্চ রোববার দিনাজপুর সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলাতেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকে আওয়ামীলীগের ইমদাদ আলী সরকার নির্বাচিত হয়েছেন।

(এসএএস/এসপি/মার্চ ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test