E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বীর বিক্রম ইউ কে চিং আর নেই

২০১৪ জুলাই ২৫ ১১:৩৫:৪৯
বীর বিক্রম ইউ কে চিং আর নেই

বান্দরবান প্রতিনিধি : পাহাড়ী জনগোষ্ঠীদের মধ্যে একমাত্র বীর বিক্রম খেতাবপ্রাপ্ত ইউ কে চিং আর নেই। শুক্রবার সকালে ছয়টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

ইউচেকিং এর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বড় ছেলে বাবুল মারমা। তিনি জানান, ২৪ জুলাই জেলা সদরের লাঙ্গীপাড়াস্থ নিজ বাসায় তার বাবা মুক্তিযোদ্ধা ইউকেচিং বীর বিক্রম ব্রেইন স্ট্রোক করেন। এ ছাড়া দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তার বাবাকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এদিন সকালে তার মৃত্যু হয়। তার বাবার মৃতদেহ চট্টগ্রাম থেকে বান্দরবান নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।

জানা গেছে, বান্দরবান জেলার উজানীপাড়ায় ১৯৩৩ সালে এই বীরের জম্ম। তার বাবার নাম বাইশাউ মারমা। লেখাপড়া তেমন করতে পারেননি ইউকেচিং বীর বিক্রম। কিন্তু তার মধ্যে দেশ ও জাতির জন্য নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ছিল বাল্যকাল থেকেই। সেই লক্ষে ১৯৫২ সালে যোগ দেন পাকিস্তান রাইফেলস ব্যাটালিয়নে (ইপিআর)। ১৯৭১ সালে জীবনের ঝুঁকি নিয়ে ৯ মাস রণাঙ্গনে দেশমাতৃকার জন্য যুদ্ধ করেছেন। এই কাজের স্বীকৃতি হিসেবে সরকারিভাবে তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান তিন পার্বত্য জেলার পাহাড়ী জনগোষ্ঠীদের মধ্যে এই খেতাব অর্জনকারী একমাত্র ব্যক্তি ইউকেচিং।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১১টি পাহাড়ী সম্প্রদায়ের মধ্যে তিনি মারমা সম্প্রদায় ভুক্ত।

(এএফবি/এইচআর/জুলাই ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test