E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

২০১৪ জুলাই ২৫ ১২:১৮:৫০
মাগুরায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরের নতুন বাজার এলাকায় চাঁদার টাকা না পেয়ে সুপ্রভি বিশ্বাস (৩০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় সুপ্রভিকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের আত্মীয় অমৃত বিশ্বাস জানান, সুপ্রভি সকালে নতুন বাজার বিশ্বাস কমপ্লেক্সে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এসময় দু’টি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিতে চাইলে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

এ অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

মাগুরা সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এইচআর/জুলাই ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test