E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       

২০১৯ এপ্রিল ২১ ১৭:০০:২১
জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা       

ঠাকুরগাঁও প্রতিনিধি : আগামী ২৩-২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে পুষ্টি সমন্বয় কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিভিল সার্জন সভা কক্ষে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: আবু মো.খায়রুল কবিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রভাষ কুমার দাস, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, আরএমও ডা:সুব্রত কুমার সেন সহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা।

মতবিনিময় সভায় পুষ্টি বিষয়ে বিভিন্ন আলোচনার পাশাপাশি ২৩-২৯ এপ্রিল পর্যন্ত জেলা পুষ্টি সমন্বয় কমিটি কর্তৃক গৃহিত কর্মসুচি তুলে ধরেন জেলা সিভিল সার্জন।কর্মসুচির মধ্যে রয়েছে- ২৩ এপ্রিল সকালে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ উদযাপন র‌্যালি ও আলোচনা সভা, ২৪ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৯ এর মাতৃ পুষ্টি বিষয়ে কাউন্সিলিং সেশন, ২৫ এপ্রিল চিত্রাংকন প্রতিযোগিতা ও পুষ্টিকর খাবার নির্বাচন প্রতিযোগিতা, ২৬ এপ্রিল পুষ্টিমেলা সম্পর্কিত সকল কার্যক্রমের ভিডিও প্রদর্শনী, ২৭ এপ্রিল মিডিয়াতে প্রচারণা, ডকুমেন্টারী প্রদর্শন ও স্থানীয় সংবাদপত্রে প্রকাশ, ২৮ এপ্রিল বয়স্কদের পুষ্টি ও পুষ্টি উন্নয়ন বহুমাত্রিক সমন্বয়ের গুরুত্ব ও করণীয় বিষয়ক আলোচনা অনুষ্ঠান এবং ২৯ এপ্রিল স্থানীয় জনপ্রতিনিধি/সুশীল সমাজের প্রতিনিধি উর্দ্ধতন কর্তৃপক্ষের সমন্বয়ে সমাপনী অনুষ্ঠান।

এসময় উপস্থিত সাংবাদিকগণ পুষ্টি সপ্তাহ উদযাপনে নিরাপদ খাদ্যের বিষয়ে পদক্ষেপ নিতে সিভিল সার্জন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন।সিভিল সার্জন উক্ত বিষয়টি কর্মসূচীর আওতায় যোগ করে প্রয়োজনে জেলা প্রশাসক মহোদয়ের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ ফসল উৎপাদনকারীদের সচেতন করতে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।

(এফআইআর/এসপি/এপ্রিল ২১, ২০১৯)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test