E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারীর প্রতি সহিংসতা বন্ধহসহ দেবোত্তর সম্পত্তি উদ্ধারের দাবিতে বিরামপুরে মানববন্ধন

২০১৯ এপ্রিল ২২ ১৫:২১:২৪
নারীর প্রতি সহিংসতা বন্ধহসহ দেবোত্তর সম্পত্তি উদ্ধারের দাবিতে বিরামপুরে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি : সারা দেশে নারীর প্রতি সহিংসতা বন্ধসহ জবর দখলকৃত দেবোত্তর সম্পত্তি উদ্ধারের দাবিতে সোমবার দিনাজপুরের বিরামপুর উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় ঢাকা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে দাবির সমর্থনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপদেষ্টা দীলিপ কুন্ডু, শিবেশ চন্দ্র কুন্ডু, হিতেন মেম্বার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, সাংগঠনিক সম্পাদক কালী প্রশন্ন সরকার, কোষাধ্যক্ষ বিজন কুন্ডু, পৌর শাখার সভাপতি সমর কুমার কুন্ডু, কোষাধ্যক্ষ উত্তম দাস, মুকুন্দপুর ইউনিয়ন সম্পাদক পংকজ মহন্ত, খানপুর ইউনিয়ন সভাপতি দীলিপ মন্ডল, আনন্দ কুমার কুন্ডু প্রমুখ।

উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, জমেলশ্বর শিব মন্দিরে ৩০ একর ভূমিদস্যু হাতে দখল হয়ে যাওয়া মন্দিরের জমি, বিনাইল ইউনিয়ন ও খানপুর ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের ২৭ একর জমি উদ্ধারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি ও দেবোত্তর সম্পত্তি কোন ভূমিদস্যুকে গ্রাস করতে দেওয়া হবে না। একই সাথে নারী ও শিশুর প্রতি কোন প্রকার সহিংসতা হতে দেওয়া হবে না। নারী ও শিশু নির্যাতনকারিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

(এসিজি/এসপি/এপ্রিল ২২, ২০১৯)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test