E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে জেলা তথ্য অফিসের প্রেসব্রিফিং 

২০১৯ এপ্রিল ২৪ ১৫:১২:৫৪
শেরপুরে জেলা তথ্য অফিসের প্রেসব্রিফিং 

শেরপুর প্রতিনিধি : উন্নত রাষ্ট্র ও জাতিগঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে  শেরপুরে প্রেসব্রিফিং করেছে জেলা তথ্য অফিস । বুধবার দুপুরে শহরের খরমপুরস্থ জেলা তথ্য অফিস কার্যালয়ে এ ব্রিফিং করেন জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত লিনা। 

এসময় জেলা তথ্য অফিসার বলেন, আপনারা গণমাধ্যমকর্মীরা হলেন তথ্য অফিসের প্রাণ । আমাদের তথ্য অফিসের একটি অপরিহার্য অংশ হচ্ছে সাংবাদিকরা । বর্তমান সরকার দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে এবং নিরলসভাবে করে যাচ্ছে । তারই অংশ হিসেবে শেরপুরের বিভিন্ন দৃশ্যমান উন্নয়ন হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী, জাতির জনক কণ্যা শেখ হাসিনা যে ১০ টি বিশেষ উদ্যোগ গ্রহন করেছে তার বাস্তবায়নে আপনাদের ভূমিকা কোন অংশেই কম না । তাই আমি সরকারের উন্নয়ন গুলোর প্রচারণা কামনা করছি ।

তিনি জেলার পাঠকপ্রিয় অনলাইন গণমাধ্যম শেরপুর টাইমস সহ অন্যান্য গণমাধ্যমের প্রশংসা করে আরো বলেন, অনলাইন গনমাধ্যম গুলো যেভাবে সবসময় প্রচার প্রচারনায় আছে ঠিক সেইভাবে প্রিন্ট পত্রিকাগুলো কার্যকর ভূমিকা রাখছেনা । তাই আমি জেলার প্রিন্ট পত্রিকাগুলোসহ জাতীয় দৈনিকগুলোতে শেরপুরের খবর বেশি বেশি কভার দেয়ার অনুরোধ করছি।

প্রেসব্রিফিং এ শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সিনিয়র সাংবাদিক এডভোকেট আখতারুজ্জামান, জেলা সহকারী তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন সহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন ।

(এসআর/এসপি/এপ্রিল ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test