E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অটিজম শিশুরা এখন আর পরিবারের বোঝা নয়’

২০১৯ এপ্রিল ৩০ ১৬:১৬:৩০
‘অটিজম শিশুরা এখন আর পরিবারের বোঝা নয়’

সুজানগর(পাবনা) প্রতিনিধি : “রাষ্ট্রীয় আইন মেনে চলি-অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি” স্লোগানের পাবনার সুজানগরে ন্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি) আয়োজনে মঙ্গলবার (৩০ এপ্রিল ২০১৯ইং)  সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়াকর্শপের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়্যারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন। 

উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপত্বিতে এ সময় আরো বক্তব্যদেন উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসার ডাঃ রফিকুল হাসান, পাবনা সরকারী কলেজের সহকারী অধ্যাপক কাউছার হোসেন সরকারী শহীদ বুলবুল কলেজের সহকারী অধ্যাপক শফিউল আলম, সদস্য সচিব উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার ছাকমান আলী।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃর্ধা, আমিন উদ্দিন, কৃষি অফিসার ময়নুল হক সরকার, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, সুজানগর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আমজাদ হোসেন, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনছুর আলী, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম, সাংবাদিক ও অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্ত্যবে জনাব শাহিনুজ্জামান শাহিন বলেন অটিজম শিশুরা এখন আর পরিবারের বোঝা নয়, অটিজম শিশুদের জন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন ।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অটিজম শিশুদের জন্য পরিবারের সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে অটিজম শিশুদের স্বাভাবিক জীবন জাপনের সহযোগিতা করছে। অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যার শিশুদের আত্মনির্ভরশীল হওয়া এবং তাদেরকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার উদ্দেশ্য একটি অটিজম বিষয়ক জাতীয় একাডেমি নির্মাণের লক্ষ্যে ন্যাশনাল একাডেমি ফর অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ নামে ইতিমধ্যই বাস্তবায়িত করছে, এ কারণে শিক্ষকদের অটিজম শিশুদের প্রতি যতœবান হয়ে লেখাপড়া সুযোগ করে দেবার আহবান জানান।

(এস/এসপি/এপ্রিল ৩০, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test