E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘুর্ণিঝড় ফণীর প্রভাবে কাজীপুরে যমুনার গর্ভে স্কুল

২০১৯ মে ০৫ ১৮:৩৩:০২
ঘুর্ণিঝড় ফণীর প্রভাবে কাজীপুরে যমুনার গর্ভে স্কুল

সিরাজগঞ্জ প্রতিনিধি : ঘুর্ণিঝড় ফণীর প্রভাবে যমুনা নদীতে ভাঙ্গন দেখা দেয়ায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ৮৫নং ডিগ্রি তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শনিবার বিকেলে প্রবল বাতাসের কারণে আকস্মিকভাবে যমুনা ভাঙ্গন দেখা দেয়ায় বিদ্যালয়ে অর্ধেকাংশ নদীতে ধ্বসে যায়। এতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

কাজীপুর উপজেলা শিক্ষা অফিসসূত্রে জানা যায়, ১৯৩৫ সালে স্থাপিত হয়। ২০০৭-০৮ অর্থ বছরে প্রায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে পাকা ভবন নির্মাণ করা হয়। ২০১৫ সালে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসুচী পিইডিপি-৩ এর আওতায় প্রায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে উর্দ্ধমুখী তিনতলা সম্প্রসারণ করা হয়।

তেকানী ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, অব্যাহত ভাঙ্গনের কারণে যমুনা নদী প্রায় স্কুলের কাছে চলে আসে। এঅবস্থায় পানি উন্নয়ন বোর্ড কিছু জিওব্যাগ ফেলে স্কুলটি রক্ষার চেষ্টা করে। কিন্তু শনিবার প্রবল বাতাসের কারণে যমুনা উত্তাল হয়ে ওঠে ভাঙ্গন দেখা দেয়। মুহুর্তে মধ্যে ভবনটি অর্ধেক নদীতে ধ্বসে যায়।

উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন জানান, বিদ্যালয়টি রক্ষায় ব্যবস্থা গ্রহন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হলো না। বিদ্যালয়টি বর্তমানে বন্ধ রয়েছে। অস্বায়ীভাবে ক্লাস করার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহন করা হবে।

কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, আগামীকাল ভবনের বাকীটুকু নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে। অস্থায়ীভাবে শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করা হবে।

(এমএস/এসপি/মে ০৫, ২০১৯)



পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test