E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাড়ী ড্রাইভারকে মারধরের প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ

২০১৯ মে ০৬ ১৫:৪৮:১৭
গাড়ী ড্রাইভারকে মারধরের প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ

শেরপুর প্রতিনিধি : শেরপুরে হালকা মটরযান শ্রমিক ইউনিয়নের সদস্য মাইক্রোবাস চালক আব্দুল আউয়ালকে মারধরের প্রতিবাদে এবং দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনার দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শেরপুর জেলা হালকা মটরযান শ্রমিক ইউনিয়ন। আজ দুপুরে শহরের শিল্পকলা একাডেমির সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শ্রমিকরা মিছিল সহকারে শহর প্রদক্ষিন করে জেলা প্রশাসক ও  পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শ্রমিক ইউনিয়নের সদস্য মাইক্রোবাস চালক আব্দুল আউয়ালকে গত ২ মে ঢাকার তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকার মা অটো মোবাইলস ওয়ার্কসপের ভিতরে মাইক্রোবাস সার্ভিসিং করার সময় লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রিফাত নামে একজন । এতে তার ডান পা ভেঙ্গে গেলে বর্তমানে ঢাকা পঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে ঢাকার তুরাগ থানায় অভিযুক্ত রিফাত সহ কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। রিফাত,গির্দ্দা নারায়নপুর এলাকার আব্দুর রশিদের ছেলে ।

এসময় হালকা মটরযান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো.শওকত হোসেন, সভাপতি মো. শামীম হোসেন, সহ-সভাপতি বাবুল মোল্লা, সাধারণ সম্পাদক আল মামুন শিকদার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, শ্রমিকনেতা মো.খোকন মিয়া, আব্দুল হামিদ, উজ্জল মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এস/এসপি/মে ০৬, ২০১৯)



পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test