E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটিয়ায় কেডিএস গ্রুপের চেয়ারম্যানের নগদ টাকা ও বস্ত্র বিতরণ

২০১৪ জুলাই ২৬ ১৬:৩২:১৬
পটিয়ায় কেডিএস গ্রুপের চেয়ারম্যানের নগদ টাকা ও বস্ত্র বিতরণ

পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট খলিলুর রহমান গতকাল (শনিবার) এলাকার ২৫ হাজার  গরীব অসহায় দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থসহ ঈদবস্ত্র বিতরণ করেন। পটিয়া ও সীতাকুন্ড উপজেলার ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রত্যেক পরিবারের জন্য নগদ টাকা, শাড়ি, লুঙ্গি, গেঞ্জি ও শার্ট প্রদান করা হয়।

এ সময় তারঁ সাথে ছিলেন, কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচারক সেলিম রহমান, খলিলুর রহমানের ছোট ভাই ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহম্মেদুল হক আহমেদ, মেম্বার আবুল হাশেম, ইউপি চেয়ারম্যানসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এ সময় শিল্পপতি খলিলুর রহমান বলেন, ধনী-গরীবের মধ্যে বিভাজন দূর করে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করার জন্য ও একটি অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলাম যাকাতের বিধি প্রচলন করে। যাকাত কোন দান বা করুনা নয়। এটি বিত্তবান ব্যাক্তিদের প্রতি গরীবের প্রাপ্য তাই প্রত্যেক বিত্তবান ব্যাক্তির যাকাত দেয়া প্রয়োজন।

(এনআই/জেএ/জুলাই ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test