E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ওরা গরম ভাত খায়, আমাকে দেয় পান্তা’

২০১৯ মে ৩১ ১৬:০৭:৩৭
‘ওরা গরম ভাত খায়, আমাকে দেয় পান্তা’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘আমি আমার মায়ের কাছে যাবো। বেড়ানোর কথা বলে নিয়ে এসে ওরা বাড়ির কাজ করাতো, আবার মারধরও করতো। ওরা খায় গরম ভাত, আমাকে কাঁচামরিচ দিয়ে পান্তা খেতে দেয়।’

বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী থানায় ওসির কক্ষে শিশু খোদেজা খাতুন (৯) কেঁদে কেঁদে কথাগুলো বলছিল।

থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর ঈশ্বরদী পৌর এলাকার পশ্চিমটেংরী হতে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এরআগে ঈশ্বরদী উপজেলা শহরের পশ্চিমটেংরী কাঁচারীপাড়া মহল্লার আশ্রয়দাতা গৃহবধূ ববিতা বেগমের বাড়ির সামনে দাঁড়িয়ে কাঁদছিল। এলাকাবাসী থানায় খবর দিলে খোদেজাকে ঈশ্বরদী থানা পুলিশের হেফাজতে রাখা হয়। খোদেজা সিরাজঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার খুঁকনি ইউনিয়নের তাঁতশিল্পের কারিগর বাবলু প্রামাণিক ও আলেয়া বেগম দম্পত্তির সেজো মেয়ে বলে জানা গেছে। সে খুঁকনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

কান্নাজড়িত কন্ঠে খোদেজা জানায়, একসপ্তাহ আগে খালাতো বোন তুবা আপু আমাকে ২৪শে মে শুক্রবার বেড়ানোর কথা বলে ঠাকুরগাঁও নিয়ে যান। সেখানে নিয়ে বাড়ির কাজ করতে বলতেন, আর গালিগালাজ ও মারধর করতেন। বুধবার তুবা আপুএকজন মুরুব্বির এক হাজার টাকা দিলে ওই মুরুব্বী আমাকে ঠাকুরগাঁও থেকে ট্রেনে করে পার্বতীপুর নিয়ে আসে। সেখানে ঢাকার লালমনি এক্সপ্রেসের একটি সিটে বসিয়ে ট্রেন হতে তিনি নেমে যান। ট্রেনের লোকজন আমাকে একা দেখতে পেয়ে ওই ট্রেন থেকে নামিয়ে দেন।

গৃহবধূ ববিতা জানন, বুধবার দুপুরে পার্বতীপুর রেলওয়ে জংশন স্টেশনে আমি আমার মেয়ে নিয়ে অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর ঢাকাগামী একটি ট্রেন হতে ওই মেয়েটিকে নামাতে দেখে স্থানীয় কিছু ট্রেনযাত্রী জটলা করছিল। এসময় মেয়েটি ভয়ে নিজের নাম, তার বাবার নাম আর বাড়ি এনায়েতপুর ছাড়া কিছুই বলতে পারছিল না।

এসময় ট্রেনের জনৈক গার্ড বলেন, সিরাজগঞ্জের কোনো ট্রেনে তাকে তুলে দিতে হবে। আমি তখন আমার বাসা ঈশ্বরদীতে যাচ্ছিজানালে গার্ড অনুরোধ করেন, আমি যেন মেয়েটিকে ঈশ্বরদীতে নিয়ে যাই এবং সিরাজগঞ্জের ট্রেনে তুলে দেই। ট্রেনটি রাতে ঈশ্বরদী পোঁছালে শিশুটি মেয়ে দেখে স্টেশনে একা ছেড়ে আসতে সাহস হয়নি। তাই বাসায় নিয়ে আসি। পরে স্থানীয়রা সংবাদকর্মীর মাধ্যমে পুলিশে খবর দেয়।

ঈশ্বরদী থানা পুলিশ খুঁকনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মল্লিক চাঁদের যোগাযোগ করে মেয়ের বাবাকে খবর দেয়।

বাবা বাবলু জানান, তার দুঃসম্পর্কের খালাতো বোন বেড়ানোর উদ্দেশে গত শুক্রবার ঠাকুরগাঁও নিয়ে গেছেন। পরে তারা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে।

ঈশ্বরদী থানা পুলিশ রাতে খোদেজাকে তার বাবার হাতে তুলে দেয়।

(এসকেকে/এসপি/মে ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test