E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় জমে উঠছে ঈদের বাজার, নিরাপত্তা জোড়দার

২০১৯ জুন ০১ ১৫:০৬:৫২
কাপাসিয়ায় জমে উঠছে ঈদের বাজার, নিরাপত্তা জোড়দার

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া (গাজীপুর) : আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া সদর বাজারে  জমে উঠেছে  ঈদের বাজার। সকাল থেকে রাত পযর্ন্ত চলছে হরদম চলছে বেচাকেনা। ধোম ফেলানোর উপায় নেই বিক্রেতাদের। এখনো কিছু কিছু কাপড়ের দোকানে হরেক রকম  ডিজাইনের কাপড় ঝুলছে দোকানে ।  ক্রেতারও ঝুকছে বেশী ওই সব পন্যের দিকে। তবে অন্যন্য বছরের তুলনায় দামটা একটু বেশী বলে জানিয়েছেন ক্রেতারা।

এদিকে বিক্রেতারা ও বলছে এর উল্টোটা তারা বলছে দাম সহনশীল থাকায় কেনাকেটা বেড়েছে অনেক বেশী। এখনো কিছু কিছু ক্রেতা ঘুড়ে ফিরে দেখছে। তারা একটু দাম কমে যাওয়ার জন্য অপেক্ষা করছে। সব মিলিয়ে এবার ঈদে কাপাসিয়া বাজারের বেচাকিনা অনেকটাই ভাল বলে জানিয়েছে অনেক বিক্রেতা।

এদিকে ঈদকে সামনে রেখে কাপাসিয়া বাজার ব্যবসায়ী নিরাপত্তার ব্যবস্থা জোড়দার করেছেন। সকাল থেকে বাজারের মোড়ে মোড়ে টহল দিতে দেখা গেছে আনছার সদস্যদের। তাছাড়া কাপাসিয়া থানা প্রশাসন বাজার ছাড়াও বিভিন্ন রাস্তায় পুলিশী টহল জোড়দার করছেন। কাপাসিয়া বাজারে সবচেয়ে কাপড়ের দোকান । সে সব দোকানে বেশী উপচে পড়া ভীর দেখা গেছে কাপড় দোকান গুলোতে। তাছাড়া কসমেটিক্স, মনোহারী, মোবাইল, স্টেশনারী দোকান গুলোতে ভীর লক্ষ করা গেছে। বাজার ঘুরে দেখা গেছে পুরুষ ক্রেতার চেয়ে মহিলা ক্রেতার সরগম বেশী বাজারে। মহিলারা তাদের সন্তানদের নিয়ে তাদের পছন্দের মত কেনা কেটা সেরে নিচ্ছে। হোসনে আরা নামে একজন মহিলা বলেন, অনেক কেনা কেটা করেছি। ছেলেমেয়ে ও শ্বশুর শাশুড়িদের জন্য কেনা কেটা করেছ্।

তবে তিনি অভিযোগ করেন, এবারে দামটা একটু বেশী বলে মনে হয়েছে। তবে তিনি বাজারে কোন হাঙ্গামা বা কোন ছিনতাইকারীদের উপদ্রব নাই বলে তিনি স্ব:স্তী প্রকাশ করেন।

কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু বলেন, আমরা চেস্টা করছি বাজারে ক্রেতা বিক্রেতাদের সর্বচ্চো নিরাপত্তা দিতে। ক্রেতা বিক্রেতা নির্বিঘ্নে তাদের কেনাকাটা করছে। বাজারে কোন ধরনে চাদাবাজী নাই, বখাটেদের উৎপাত নাই,পুরো বাজারে নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে। তাছাড়া বাজার জুড়ে রয়েছে সিসি ক্যামেরা যা পযবের্ক্ষন করছেন পুলিশ প্রমাসন। আমরা ক্রেতা বিক্রেতাদের শান্তিপূর্ণ ভাবে বেচা কেনার সকল ব্যবস্থা গ্রহন করেছি।

বাজারের পাঞ্জাবীর দোকান মালিক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. মইনুল হোসেন মিলন বলেন, বেচা কিনা ভাল দাম ও সহনশীলের মধ্যে । তাই ক্রেতার ও তাদের পছন্দের মতো কেনাকেটা করছে। তবে কিছু কাস্টমার এখনো দামদর করে কেনাকাটা করছে।

কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন প্রধান বলেন, বাজারে পর্যাপ্ত পরিমানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ক্রেতার যাতে নির্বিঘ্নে কেনাকেটা করতে পারে সে ব্যাপারে আমাদের সমিতি কর্মকতারা বাজারে তদারকি করছে। তা ছাড়া আমাদের নিয়োজিত ১৮ জন আনছার ব্যাটালিয়ান বাজারে সার্বক্ষনিক পাহাড়ায় নিয়োজিত রয়েছে।

(এসকেডি/এসপি/জুন ০১, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test