E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পৃথক তিন মামলায় আসামী ৪৫

দেবহাটায় যুবলীগ-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, ১৪৪ ধারা প্রত্যাহার

২০১৯ জুন ২৭ ২৩:২০:৫৯
দেবহাটায় যুবলীগ-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ, ১৪৪ ধারা প্রত্যাহার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটায় ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে ১০ জনেরও বেশি জখম হওয়ার ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে দায়েরকৃত এসব মামলায় উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানসহ ৪৫জনকে আসামী করা হয়েছে।

দেবহাটা উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত তিন তিন ধরে যুবলীগ ও ছাত্রলীগের একাংশের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০জন জখম হন। পরিস্থিতি এমন উত্তপ্ত হয় যে বুধবার সকাল থেকে দেবহাটা উপজেলা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়। ফলে কোন পক্ষই তাদের প্রস্তাবিত সভা সমাবেশ করতে পারেনি। একপর্যায়ে রাতে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়। রাতেই দক্ষিণ পারুলিয়ার আফিফ হাসান বাদি হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানসহ ১১ জনের নামে, সখীপুর কেবিএ আহছানউল্লাহ কলেজ ছাত্রলীগের সভাপতি ফয়জুল্লাহ বাদি হয়ে উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরসহ ১৭ জনের বিরুদ্ধে ও খেজুরবাড়িয়া গ্রামের মুনছুর আলী মোল্লা বাদি হয়ে ১৭ জনের নামে পৃথক তিনটি মামলা দায়ের করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, বুধবার রাতে তিনটি মামলায় ৪৫ জন আসামী হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি শান্ত থাকায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

(আরকে/এসপি/জুন ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test