E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিজিবি সদস্য জব্বার হত্যা মামলার আসামী লিন্টু পুলিশের খাঁচায়

২০১৯ জুন ২৮ ১৭:৩২:০৭
বিজিবি সদস্য জব্বার হত্যা মামলার আসামী লিন্টু পুলিশের খাঁচায়

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : কুখ্যাত মাদক পাচারকারি ও বিজিবি সদস্য জব্বার হত্যা মামলার আসামী আলিমুজ্জামান লিন্টুকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার ভোরে তাকে তার নিজ বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলার বসন্তপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম আমির আলী।

বিজিবি ও পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, বসন্তপুরের কুখ্যাত মাদক পাচারকারি আরমান মেম্বরের ঘনিষ্ট সগহযোগী হিসেবে আলিমুজ্জামান লিন্টু দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর ও দেবহাটা থানায় কমপক্ষে ১০টি মাদকের মামলা রয়েছে। এ ছাড়া ২০১৩ সালের ১২ নভেম্বর রাত পৌনে আটটার দিকে সদর উপজেলার আলীপুর নাথপাড়ায় গাড়ি চেকিং এর সময় বিজিবি’র ৩৮ ব্যাটালিয়নের সদস্য আব্দুর জব্বারকে চাপা দিয়ে হত্যা করে আলিমুজ্জামান লিন্টুসহ একটি পাচারকারি চক্র। এ ঘটনায় বিজিবি’র নায়েক নাসিরউদ্দিন বাদি হয়ে আলিমুজ্জামান লিন্টুসহ ৩৫ জনের নামে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। লিন্টু ওই মামলার ৯নং চার্জশীট ভুক্ত আসামী।

স্থানীয়রা জানান, অন্যের জমি জবরদখল রাখতে নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে দিয়ে জমির মালিকের সাংবাদিক জামাতাসহ সাত জনের বিরুদ্ধে মামলা করে লিন্টু। সম্প্রতি সেকেন্দ্রা বটতলায় ফেনসিডিল চালানসহ ল্টিু গ্রেপ্তার হয়। তবে পাচারকারি চক্রেরমূল হোতা আরমান মেম্বর প্রতিবারই কৌশলে পালিয়েযেতে সমর্থ হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, আলিমুজ্জামান লিন্টুকে একটি মাদক মামলায় ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবি হত্যা বা অন্য মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকলে খোঁজ নিয়ে শোন এরেস্ট দেখানো হবে।

(আরকে/এসপি/জুন ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test