E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গার ৪ পৌরসভায় দুইদিন ব্যাপী অবস্থান কর্মসূচি,  চলছে প্রথম দিনের কর্মবিরতি 

২০১৯ জুলাই ০২ ১৬:০৩:০১
চুয়াডাঙ্গার ৪ পৌরসভায় দুইদিন ব্যাপী অবস্থান কর্মসূচি,  চলছে প্রথম দিনের কর্মবিরতি 

চুয়াডাঙ্গা প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চুয়াডাঙ্গার জেলার ৪ টি পৌরসভায় দুইদিন ব্যাপি অবস্থান কর্মসূচী ও কর্মবিরতির প্রথম দিন চলছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ কর্মবিরতি চলবে। 

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন এর দাবীতে তারা এ কর্মবিরতি করছেন চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দর্শনা ও জীবননগর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ভোগান্তিতে পড়েছে নাগরিক সেবা নিতে আসা সাধারণ জনগণ।

চুয়াডাঙ্গা জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জানান, রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশন সহ অন্যান্য সুবিধা প্রদানের দাবীতে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির আহ্বানে সোমবার নিজ নিজ পৌরসভায় সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এবং মঙ্গলবার চুয়াডাঙ্গা প্রেসক্লাব চত্ত্বরে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ কর্মবিরতি চলাকালে পৌরসভার সমস্ত নাগরিক সেবা প্রদান থেকে বিরত রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

তিনি আরও বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত পরিশ্রম করার পরেও দীর্ঘ ১০ মাস বেতন-ভাতা বকেয়া রয়েছে তাদের। পরিবার-পরিজন নিয়ে অধিকাংশ পৌর কর্মকর্তা-কর্মচারীরা পড়েছেন বিপাকে। এ চিত্র শুধু চুয়াডাঙ্গার ৪ টি পৌরসভার কর্মচারী-কর্মকর্তাদেরই নয়। সারাদেশের ৩২৮ টি পৌরসভার অধিকাংশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের অবস্থা একই রকম। এসময় পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

(টিটি/এসপি/জুলাই ০২, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test