E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযান, তিন দালালের কারাদণ্ড

২০১৯ জুলাই ০২ ১৭:২২:৫৬
সাতক্ষীরা বিআরটিএ অফিসে দুদকের অভিযান, তিন দালালের কারাদণ্ড

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মঙ্গলবার দুপুর দু’ টোর দিকে দূর্ণীতি দমন কমিশন দু’দক অভিযান চালিয়ে সাতক্ষীরা বিআরটিএ অফিস চত্বর থেকে তিনজন দালালকে আটক করেছে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ গ্রামের মনিরুল ইসলামের ছেলে জিয়াউল হক (২৫), একই উপজেলার সাতানী গ্রামের আমিনুল ইসলামের ছেলে আল আমিন সাগর (২৩) ও একই উপজেলার মুকুন্দপুর গ্রামের আনছার আলীর ছেলে সাইফুল ইসলাম (২১)।

এদিকে বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স, নামপত্তন, নিবন্ধনসহ বিভিন্ন কাজে এসে হয়রানির শিকার এমন কয়েকজন ভুক্তভোগী জানান, যারা অফিসে বসে দালাল তৈরি করে তাদেরকে দু’দক দেখতে পায় না। বিআরটিএ পরিষেবা নিতে আসার জন্য সাধারণ মানুষের সঙ্গে মিশে অবস্থান করলে আসল দালাল ও ঘুষখোর ধরা পড়বে। চুনোপুটি ধরলে সাতক্ষীরা বিআরটিএ’র দূর্ণীতি কমবে না।

সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল হোসেন মোল্ল্যা জানান, সাতক্ষীরা বিআরটিএ অফিস চত্বরে একদল দালাল তারা বিআরটিএ এর নিবন্ধন ফর্ম, ড্রাইভিং লাইসেন্স ফর্মসহ বিভিন্ন কাগজপত্র ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করছে মর্মে খবর পেয়ে মঙ্গলবার দুপুর দু’ টোর দিকে খুলনা দুদক অফিসের সহকারি পরিচালক শাওন মিঞা, নীলকমল পাল, বিজন কুমার সরকার ও মনিরুজ্জামানসহ একদল দু’দক কর্মকর্তা বিআরটিএ অফিসে অভিযান চালান।

এ সময় ওই অফিস চত্বর থেকে বিআরটিএ অফিসের মূল কাগজপত্র ও কিছু টাকাসহ তিন দালালকে আটক করে। আটককৃতরা দোষ স্বীকার করায় জিয়াউল হককে এক মাস, আল আমিনকে ২০ দিন ও সাইফুল ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিকেলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/জুলাই ০২, ২০১৯)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test