E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদার দাবিতে বাড়ি ভাঙচুর ও লুটপাট, সাংবাদিকসহ তিন জনের নামে মামলা

২০১৯ জুলাই ০৭ ১৭:৫৭:১৯
চাঁদার দাবিতে বাড়ি ভাঙচুর ও লুটপাট, সাংবাদিকসহ তিন জনের নামে মামলা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : দু’ লাখ টাকা চাঁদা চেয়ে না পাওয়ায় এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে গত ২ জুলাই সাতক্ষীরা সদর থানায় এ মামলা দায়ের করা হয়।

মামলার আসামীরা হলেন,সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর গ্রামের ইসহাক আলীর ছেলে সাংবাদিক ইয়ারব হোসেন(৫০),একই উপজেলার দক্ষিণ পাথরঘাটা গ্রামের মোঃ ওজিহার রহমান গাজী ওরফে বুধুর ছেলে কামরুল ইসলাম (৪২) ও একই গ্রামের ইমান আলী ওরফে ম্যানোর ছেলে হেলাল হোসেন (৪৫)।

গত ২৪ জুন সাতক্ষীরার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবীরের আদালতে দক্ষিণ পাথরঘাটা গ্রামের আজাহারুল ইসলামের দায়েরকৃত মামলা থেকে জানা যায়, গত পহেলা জুলাই রাত দেড়টার দিকে সাংবাদিক ইয়ারব হোসেন, কামরুল ও হেলাল হোসেনসহ ১০/১২জন সশস্ত্র সন্ত্রাসী তার বাড়িতে যেয়ে নাম ধরে ডাকাডাকি করতে থাকে। ডাকে সাড়া না দেওয়ায় তার ঘরের দরজা ভাঙচুর করা হয়।

ঘরের মধ্যে তাকে না পেয়ে ফ্রিজ আলমারী ও টেলিভিশনসহ ৮০ হাজার টাকা মূল্যের জিনিসপত্র ভাঙচুর করে। বোনের চিৎকারে তিনি পাশের ঘর থেকে দরজা খুলে পালানোর চেষ্টা করলে হামলাকারিরা তাকে ধরে ফেলে। এ সময় পূর্বের দাবিকৃত দু’ লাখ টাকা কেন দিসনি তা জানতে চেয়ে কিল, চড় ও ঘুষি মারে। বোন শিরিনা তাকে রক্ষায় এগিয়ে এলে তাকেও মারপিট করা হয়।

এ সুযোগে তিনি পালিয়ে গেলে ইয়ারব হোসেন তার আলমারিতে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ৯০ হাজার টাকা মূল্যের সোনার গহনা লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার আগে তারা চাঁদার টাকা না দিলে খুন করে ফেলার হুমকি দিয়ে চলে যায়। থানা মামলা না নেওয়ায় তিনি আদালতে মামলা করেন।

বিচারক মামলাটি এজাহার হিসেবে গণ্য করে সাত কর্মদিবসের মধ্যে আদালতকে অবহিত করার নির্দেশ দেন। সে অনুযায়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান গত ২ জুলাই মামলাটি(৪নং) রেকর্ড করে তদন্তকারি কর্মকর্তা হিসেবে উপপরিদর্শক কবীর হোসেন মোল্লাকে তদন্তভার দিয়ে আদালতকে অবহিত করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সাংবাদিক ইয়ারব হোসেন রোববার বিকেল তিনটা ১২ মিনিটে তার মুঠো ফোন রিসিভ করেননি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের কাছে ইয়ারবসহ তিনজনের বিরুদ্ধে মামলার বিসয়টি নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/জুলাই ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test