E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাগরপুর সদর ইউপির উপ-নির্বাচন স্থগিত

২০১৯ জুলাই ২৪ ১৭:২১:৫৬
নাগরপুর সদর ইউপির উপ-নির্বাচন স্থগিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর সদর ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে, গয়হাটা ইউনিয়ন পরিষদের ০২ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং মোকনা ইউনিয়নের ০৬ নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের উপ-নির্বাচন পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস এক গণ বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার (২৪ জুলাই) এ স্থগিতাদেশ দেয়। 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল বাতেন বলেন, নাগরপুর উপজেলায় বর্তমানে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তাছাড়া কয়েকটি ভোট কেন্দ্রে বন্যার পানি উঠেছে। এমতাবস্থায় ভোটগ্রহন করা প্রায় অসম্ভব হয়ে পড়ায় নির্বাচন স্থগিত করা হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে পরে নির্বাচনের তারিখ জানানো হবে।

উল্লেখ্য, নির্বাচন বিধিমালা ২০১০ এর ১০ বিধি অনুযায়ী উপজেলা নির্বাচন অফিসার উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেন। জুন মাসের ৩০ তারিখ ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এদিকে শেষ সময়ে নির্বাচন স্থগিত হওয়ায় এ ইউপির প্রতিদ্বন্দী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মাঝে হতাশা নেমে এসেছে।

(এস/এসপি/জুলাই ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test