E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ৪২ নিষ্পাপ শিশুর ঈদ উদযাপন

২০১৪ জুলাই ৩০ ১৭:২১:৩৪
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ৪২ নিষ্পাপ শিশুর ঈদ উদযাপন

চট্টগ্রাম প্রতিনিধি : গত মঙ্গলবার কারা কর্তৃপক্ষের নানা আয়োজনের মধ্যে ঈদুল ফিতর উদযাপন করে কারাবন্দী মায়েদের সঙ্গে ৪২ শিশু।

স্বামীকে হত্যার অভিযোগে, মাদক বিক্রির অপরাধে এমনি নানা অপরাধের দরুণ এ মহিলাদের স্থান হয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে। আর তাদের সাথেই কারাগারের চার দেয়ালের মাঝে বড় হচ্ছে এ শিশুরা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা সহকারী মিজানুর রহমান জানান, কারাগারে বর্তমানে নারী বন্দীর সংখ্যা ১৮০ জন। বন্দী মায়ের সঙ্গে রয়েছে ৪২ শিশু। বন্দীরা যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, এজন্য নানা উদ্যোগ নিয়েছিল কারা কর্তৃপক্ষ।

ঈদ উপলক্ষ্যে নানা রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছিল কারা ফটক। অনুষ্ঠিত হয়েছে পাঁচটি ঈদের জামাত। এক হাজার দুস্থ বন্দীর মধ্যে ঈদের নতুন জামা-কাপড় বিতরণ করা হয়েছে। প্রতিটি শিশুকে দেওয়া হয়েছিল নতুন জামা।

ঈদের দিন সকালে বন্দীদের খাবারের তালিকায় ছিল পায়েস ও মুড়ি। দুপুরে দেওয়া হয়েছিল আলুর দম, মুরগীর ডিম ও সাদা ভাত। রাতের খাবারের মধ্যে ছিল গরু, খাসি, পোলাও, ভাত, সালাদ, পান-সুপারি ও মিষ্টি। এ ছাড়া রাতে কারা শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বন্দীদের স্বজনরাও তাদের জন্য খাবার নিয়ে এসেছেন।

উল্লেখ্য, দেশি-বিদেশি চার হাজারের বেশি বন্দী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ঈদ উদযাপন করেছে।

(ওএস/এটিআর/জুলাই ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test