E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে নদী ভাঙ্গার শিকার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

২০১৯ জুলাই ২৭ ১৭:৪১:২৫
শরীয়তপুরে নদী ভাঙ্গার শিকার ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর পৌর এলাকার দুইটি গ্রামে প্রবল ভাঙ্গনে শিকার কয়েকটি পরিবািেরর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ কেন্দ্রী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। ২৭ জুলাই শনিবার সকাল ১১টায় শরীয়তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (চরপালং) বিদ্যালয় মাছে ত্রাণ বিতরণ করা হয়।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমান শেখ এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌরসভার মেয়র মো.রফিকুল ইসলাম কোতোয়াল, প্যানেল মেয়র-১ বাচ্চু বেপারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, জেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক নুহুন মাদবর, সদর উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি হোসেন সরদার প্রমূখ।

উল্লেখ্য, উত্তর অঞ্চলে বন্যার সাথে শরীয়তপুরের বিভিন্ন নদীতে প্রবল ভাঙ্গনের সৃষ্টি হয়। চরপাতানিধি ও তেতুলিয়া এলাকায় আরও প্রায় ৩০টি পরিবার কীর্তনাশা নদী ভাঙ্গন আতঙ্কে রয়েছে। ইতোমধ্যে পান বরজ, ফসলি জমি সহ বসতবাড়ি কীর্তিনাশা নদীর ভাঙ্গনে বিলিন হয়েছে। বিদ্যুতের খুঁটি সহ ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।

প্রতি পরিবারকে ২ বান্ডেল করে ঢেউটিন, ৩০ কেজি করে চাল ও নগদ ১৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার চরপাতানিধি গ্রামের মো. হামেদ খা, সেকান্দার কাজী, মো. মোশারফ কাজী , মো. আজিজুল কাজী, মো. হাসমত নক্তি, মো. জামাল নক্তি. মো. রিপান নাক্তি, মো. চুন্নু নক্তি, মো. মফিজুল চৌকিদার, মো.ফজলুল হাওলাদার, মো. রফিক হাওলাদার, শহিদুল হাওলাদার, আশাদুল হাওলাদার, রাশেদা বেগম ও তেতুলিয়া গ্রামের মো. হামেদ খা এবং মো. ইয়াছিন খা।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন অপু বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে একটি মানুষও প্রাকৃতিক দূর্যোগে না খেয়ে মারা যাবে না। ১৯৯৬ সাল থেকে বাংলাদেশে যত প্রাকৃতিক দূর্যোগ হয়েছে তা সফলতার সাথে আওয়ামীলীগ সরকার মোকাবেলা করেছে। শেখ হাসিনার দক্ষ পরিচালনায় দেশ আর পিছানোর কোন সুযোগ নাই।


(কেএন/এসপি/জুলাই ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test