E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নতুন পোশাকের অভিমানে কিশোরীর আত্মহত্যা

২০১৪ জুলাই ৩০ ১৮:২১:৫৩
নতুন পোশাকের অভিমানে কিশোরীর আত্মহত্যা

মাগুরা প্রতিনিধি : ঈদের দিন নতুন পোশাক পরতে না পারায় মাগুরার শ্রীপুরে রোজিনা খাতুন নামের এক স্কুলছাত্রী অভিমানে বিষপান করে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনাতুন্দী গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মোহন মেম্বরের মেয়ে ও স্থানীয় হাট দ্বারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়য়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের মা সব্দালপুর ইউপি সদস্য মর্জিনা বেগম জানান, প্রায় ১০ বছর আগে তার স্বামী মোহন মেম্বর মারা যান। পাঁচ মেয়ে ও এক ছেলে নিয়ে অভাবের সংসারে কোনো মতে খেয়ে পরে দিন চলে তাঁদের। অনেক কষ্টে ঈদে রোজিনার জন্য একটি নতুন পাখি জামা কিনে দেওয়া হয়। ওই জামা বিকেলে অন্য বোন পরলে তা নিয়ে তার ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে অভিমানে বিকেলে ঘরের মধ্যে বিষপান করে। পরে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, কারো কোনো আপত্তি না থানায় পরিবারের সম্মতিতে মঙ্গলবার রাতেই স্থানীয় কবরস্থানে রোজিনার লাশ দাফন করা হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(ওএস/এটিআর/জুলাই ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test