E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবশেষে নারী ধর্ষণ ও সাংবাদিক নির্যাতনকারী সেই চেয়ারম্যান বহিষ্কার

২০১৯ জুলাই ২৮ ১৯:০০:৪২
অবশেষে নারী ধর্ষণ ও সাংবাদিক নির্যাতনকারী সেই চেয়ারম্যান বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি : ইউনিয়ন পরিষদের রাজস্ব আদায়ে বিধিবিধান না মানা, একক ক্ষমতায় ট্রেড লাইসেন্স প্রদান, এলজিএসপির আওতায় ইউনিয়ন পরিষদ/বিদ্যালয়ের নাম ব্যবহার করে নিজ বাড়ীর রাস্তা তৈরী, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক অভিযোগ সুস্পষ্ট প্রমাণিত হওয়ায়, নোয়াখালী সুবর্ণচর উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মোজামকে বহিষ্কার করা হয়েছে।  

রবিবার (২৮ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মোঃ ইফতেখার আহমদ চৌধুরী সাক্ষরিত একটি পজ্ঞাপনের মাধ্যমে এই বহিষ্কার আদেশ দেয়া হয়।

এছাড়াও চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে, ইউনিয়ন পরিষদে বিচারপ্রার্থী নারিকে রাতভর আটকে রেখে ধর্ষণ, সালশের নামে স্কুলে ছাত্রী ও তার পরিবার মারধর, অবৈধ বালু উত্তলন, বিচার প্রার্থী এক অসহায় ব্যক্তিকে টয়লেটে আটকে রেখে নির্যাতন, শত শত সরকারি গাছ কর্তনসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

সম্প্রতি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যানের বাড়ীতে তার বাড়ির কেয়ারটেকারের রহস্যজনক মৃত্যু হয়, ঘটনাটির সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় সাংবাদিক ডেইলি অবজাভারের সুবর্ণচর উপজেলা প্রতিনিধি, চ্যানেল এসটিভির নোয়াখালী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালী প্রতিদিনের প্রতিবেদক মোঃ ইমাম উদ্দিন সুমনের ওপর হামলা করে মোজাম্মেল চেয়ারম্যান।

পরে সাংবাদিক সুমন থানায় একটি অভিযোগ দায়ের করেন জিডি নং- ৬১১ এবং নোয়াখালীতে কর্মরত সাংবাদিকরা মোজাম্মেলের গ্রেফতার দাবিতে মাববন্ধন করে এবং নোয়াখালী জেলা প্রসাশকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।

এত অপকর্মের মূলহোতা মোজাম্মেল চেয়ারম্যানের বহিষ্কারের সংবাদে সুবর্ণচর উপজেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরন করে তার কাছর নির্যাতন হওয়া মানুষ ও এলাকাবাসী।

স্থানীয়রা মোজাম্মেল চেয়ারম্যানেরর সকল অপরাধ আমলে নিয়ে তাকে দ্রুত গ্রেফতার একং শাস্তির দাবি জানান

(এস/এসপি/জুলাই ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test