E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে ডেঙ্গু আক্রান্ত ২০ জন, ঢাকায় স্থানান্তরের পর স্কুল শিক্ষিকার মৃত্যু

২০১৯ আগস্ট ০১ ১৮:০২:১৬
শরীয়তপুরে ডেঙ্গু আক্রান্ত ২০ জন, ঢাকায় স্থানান্তরের পর স্কুল শিক্ষিকার মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি : সর্বশেস খবর পাওয়া পর্যন্ত শরীযতপুর জেলায় ডেঙ্গু জ্বরে ২০ ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন এক স্কুল শিক্ষিকা। এখনও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি আছেন ৪ জন। সিভিল সার্জন জানিয়েছেন, জেলার ৪টি উপজেলায় ডেঙ্গু ভাইরাস পরীক্ষার ব্যবস্থা নেয়া হয়েছে।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে শরীয়তপুর জেরার ৬টি উপজেলায় অন্তত ২০ ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওযার খবর পাওযা গেছে।

তারা হলেন জাজিরা উপজেলার বর্ষা আক্তার, মৌসুমি আক্তার, শারমিন আক্তার, মো. আলম, শাহিনুর বেগম, মজিবুর রহামন ও সজীব। শরীয়তপুর সদর উপজেলার আল আমিন, কৃষ্ণ সাহা, সাথী আক্তার ও শহিদুল ইসলাম। নড়িয়া উপজেলার সাব্বির হোসেন ও নাজমুল। গোসাইরহাট উপজেলার রাইজিদ, আসাদুল্লাহ ও মাসুদ। ডামুড্যা উপজেলার মিজানুর রহমান, আমেনা বেগম ও ববিতা রানী এবং ভেদরগঞ্জ উপজেলার এম,ডি আলম।

এদের মধ্যে জাজিরা পৌরসভার ফকির মোহাম্মদ আকনকান্দি গ্রামের বর্ষা আক্তার (২৯) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকার সাইনবোর্ড এলাকায় প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় তার মৃত্যু হয়। নিহত বর্ষা আক্তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাজিরা উপজেলা হাসপাতালে ভর্তি হলে তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। তিনি পৌরসভার ফকির মোহাম্মদ আকনকান্দি গ্রামের মিজানুর রহমান মাদবরের স্ত্রী।

তিনি স্থানীয় শাহেদ আলী মাদবরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ছিলেন। তার স্বামী নারায়ণগঞ্জের সোনারগাঁ সোনালী ব্যাংকে চাকরি করেন। আফরিন রহমান (৬) ও অরিন রহমান নামে দেড় বছরের দুইজন কন্যা শিশু সন্তান রয়েছে বর্ষার। এখনো সাথী, আমেনা, শহিদুল ও মো. আলম নামে ৪ জন শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্যদের মধ্যে কয়েকজন স্থানীয় চিকিৎসায় সুস্থ্য হয়েছেন এবং বাকিদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমান বলেন, ডেঙ্গু মোকাবেলার জন্য শরীয়তপুরের স্বাস্থ্য বিভাগ সম্পূর্নভাবে সজাগ রয়েছে। আমাদের সদর, জাজিরা. ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা হাসপাতাল গুলোর প্যাথলজিতে ডেঙ্গু ভাইরাস পরীক্ষার ব্যবস্থা রয়েছে।

(কেএন/এসপি/আগস্ট ০১, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test