E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বামীর পরকীয়ায় বাধা দিয়ে প্রাণ দিতে হলো গৃহবধুকে !

২০১৪ জুলাই ৩১ ১৬:২৫:০৮
স্বামীর পরকীয়ায় বাধা দিয়ে প্রাণ দিতে হলো গৃহবধুকে !

নওগাঁ প্রতিনিধি : দুঃশ্চরিত্র স্বামীর মদ ও পরকীয়ায় বাধা দেয়ায় নির্মমভাবে প্রাণ দিতে হলো এক সন্তানের জননী গৃহবধু মৌসুমিকে। ঈদের দিন থেকে শুরু করে পরদিন পর্যন্ত স্বামী ফারুক, শ্বশুর তোফাজ্জল হোসেন গেদা ও শ্বাশুড়ি ফাতেমা পালাক্রমে মারপিট করে তাকে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে।

জানা যায়, নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের এনায়েতপুর মহল্লার তোফাজ্জল হোসেন গেদার ছেলে ফারুকের সঙ্গে প্রায় ৬/৭ বছর আগে শহরের দক্ষিণ সুলতানপুর মণ্ডলপাড়ার মাসুদ রানা বাবুর মেয়ে মৌসুমি আক্তারের (২৩) বিয়ে হয়। বিয়ের পরে স্বামীর মাদকাসক্তি ও পরকীয়ার বিষয়টি মৌসুমির কাছে ধরা পড়ে। তখন থেকেই স্বামীকে সুপথে ফেরানোর চেষ্টা করলে নির্যাতন তার সঙ্গী হয়ে দাঁড়ায়। ঈদের দিন স্ত্রীকে সময় না দিয়ে লম্পট ফারুক পার্শ্ববর্তী তার পরকীয়ার প্রেমিকাকে বেশি সময় দিলে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ বাধে।

বাত-বিতন্ডার একপর্যায় রাতে শ্বাশুড়ি ফাতেমার সহযোগিতায় ফারুক তার স্ত্রীর ওপর অমানুষিক নির্যাতন চালায়। এরই জের ধরে বুধবার সকালে স্বামী ফারুক ও শ্বশুর গেদা মৌসুমি আক্তারকে বেদম মারপিট করে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। মৌসুমি আত্মহত্যা করেছে এমন অপপ্রচার চালাতে মৌসুমির লাশটি গলায় দড়ি বেঁধে ঘরে ঝুলিয়েও রাখা হয় কিছুক্ষণ। পরক্ষণেই লাশটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে ফিরিয়ে নিলে সেখান থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে সৎকারের জন্য তার পিতার হেফাজতে দেয়।

এদিকে মৌসুমির মৃত্যু সংবাদ পেয়ে তার বাবার বাড়ির লোকজন ফারুকের বাড়িতে হামলা চালিয়ে তার দোকান ঘরের ঝাপ ভেঙ্গে দেয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার পর থেকে ঘাতক ফারুকের বাড়ির লোকজন বাড়িতে তালা ঝুলিয়ে পলাতক রয়েছে। এ ব্যাপারে নিহত মৌসুমির পিতা মাসুদ রানা বাবু বাদী হয়ে মৌসুমির স্বামী ফারুক, শ্বশুর তোফাজ্জল হোসেন গেদা ও শ্বাশুড়ি ফাতেমাকে আসামী করে নওগাঁ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম জানান, ঘাতক স্বামী-শ্বশুরকে গ্রেফতারে জোড় পুলিশী তৎপরতা চলছে।

(বিএম/জেএ/জুলাই ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test