E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ লাখ টাকার মালামাল চুরি!

২০১৪ জুলাই ৩১ ১৬:৪৪:৫৬
ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ লাখ টাকার মালামাল চুরি!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল্যবান সরঞ্জামাদি চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ১ জনকে আটক করেছে।

জানা গেছে, ঈদের পরদিন বুধবার দিনগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি ইসিজি ও একটি আল্ট্রাসনোগ্রাফি মেশিন চুরি হয়। চুরি যাওয়া মেশিনগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। এ ব্যাপারে ওই হাসপাতালের নৈশ প্রহরী আহসান হাবীব বলেন, রাত আনুমানিক সাড়ে ১০ টায় হাসপাতালের প্রধান ফটক ও ইসিজি কক্ষের দরজায় কোন তালা না থাকায় তার সন্দেহ হলে তিনি ওই কক্ষে প্রবেশ করে দেখেন, ১টি ইসিজি ও ১টি আল্ট্রাসনোগ্রাফি মেশিন চুরি হয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. মোহাম্মদ আলী বলেন, এব্যাপারে তিনি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে থানা স্বাস্থ্য কমপ্লেক্সের কোর্ডিওগ্রাফার আব্দুল হাই আল হাদী চপলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

এ ব্যাপারে নওগাঁর সিভিল সার্জন ডা. আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে থানায় মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।

(বিএম/জেএ/জুলাই ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test