E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট বাংলাদেশ এর মানববন্ধন পালিত

২০১৯ সেপ্টেম্বর ২৭ ১৬:১৮:১৯
সাতক্ষীরায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট বাংলাদেশ এর মানববন্ধন পালিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বৈশ্বিক জলবায়ু ধর্মঘট বাংলাদেশ এর ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী মানববন্ধন কর্মসুচির অংশ হিসেবে সাতক্ষীরা টিআইবি’র পক্ষ থেকে শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুল হামিদ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপার্টার কল্যাণ ব্যানার্জী, জেলা নাগরিক মঞ্চের আহবায়ক অ্যাড. ফাহিমুল হক কিসলু, সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, পল্টু বাসার, ভরতেশ্বরী বিশ্বাস, টিআইবি’র সাতক্ষীরা আঞ্চলিক কর্মকর্তা এএমএম আহাদ, গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই পৃথিবী তথা মানবসভ্যতা অস্তিত্ব সংকটে। এসবের পরও বিশ্ব নেতৃত্ব এ পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছে। ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষর হলেও তা বাস্তবায়নসহ লক্ষ্যমাত্রা অর্জনে কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি। জলবায়ু পরিবর্তণ মোকাবেলার জন্য দায়ী শিল্পোন্নত দেশসহ বিশ্বের প্রতিটি দেশের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হান সর্বোচ্চ ২ ডিগ্রী সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্যে দীর্ঘ মেয়াদী জলবায়ু অর্থায়ন, অতিরিক্ত জলবায়ু তহবিল, জলবায়ু অর্থায়নে ন্যয় বিচার ও ন্যয্যতাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নে জনঅংশগ্রহণমূলক কর্মকৌশল নির্ধারণ করতে হবে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test