E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিগঞ্জে  নিষেধাজ্ঞা অমান্য করে পাউবোর জমিতে অবৈধ পাকা ঘর নির্মাণ

২০১৯ সেপ্টেম্বর ২৭ ১৮:০৫:০৫
কালিগঞ্জে  নিষেধাজ্ঞা অমান্য করে পাউবোর জমিতে অবৈধ পাকা ঘর নির্মাণ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : নিষেধাজ্ঞা অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় চলছে পাকা ভবন নির্মাণ কাজ। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঘুষুড়ি ইঞ্জিনভ্যান গ্যারেজের পাশে গত বৃহষ্পতিবার থেকে শুরু হয়েছে এ নির্মাণ কাজ।

পানি উন্নয়ন বোর্ডের খুলনা বিভাগীয় প্রকৌশলীর কাছে দেওয়া কালিগঞ্জ উপজেলার ঘুষুড়ি গ্রামের আফছার আলী, আবুল হোসেন ও আব্দুস সামাদসহ কয়েকজনের অভিযোগ থেকে জানা যায়, ঘুষুড়ি গ্রামের ইঞ্জিনভ্যান গ্যারেজের পাশে ওই গ্রামের আনসার আলীগাজীর ছেলে খোদা বক্স গাজী চলতি বছরের মে মাসের প্রথম দিকে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেন। তারা বিষয়টি পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী বরাবর অভিযোগ করলে কালিগঞ্জের সেকশান অফিসার ওবায়দুল হক মল্লিক গত ১৪ মে নোটিশ দিয়েকাজ বন্ধ করে দিলেও তার বিরুদ্ধে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেননি।

ফলে সুচতুর খোদা বক্স গাজী পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা- ২ এর সার্ভেয়র বিমল গাইনসহ একটিমহলকে নগদ টাকা দিয়ে ম্যানেজ করে বৃহষ্পতিবার থেকে নির্মাণ কাজ শুরু করার জন্য লেঅকের নজর এড়াতে চারি ধার দিয়ে পলিথিন ও বস্তা দিয়ে ঘিরে নির্মাণ কাজ শুরু করেছেন। শুক্রবার ও শনিবার ছুটি থাকার কারণে কৌশলে খোদা বৃহষ্পতিবার বিকেল থেকে কাজ শুরু করেছেন।

জানতে চাইলে শুক্রবার দুপুরে খোদা বক্স গাজী মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, তার পাশে অনেকেই অব্দার জায়গা দখল করে ঘর করেছে। তাতে কোন আপত্তি না থাকলে তার ক্ষেত্রে আপত্তি কেন? অব্দায় টাকা দিয়ে ম্যানেজ করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যা করেছে সেটা তার ছেলে করেছে। সেই বরং ভাল বলতে পারবে।

পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা- ২ এর কালিগঞ্জ সেকশান অফিসার ওবায়দুল হক মল্লিক শুক্রবার দুপুরে সাংবাদিকদের বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে এখুনি ব্যবস্থা নিচ্ছেন।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test