E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে সংখ্যালঘুর বাড়িতে দূর্ধর্ষ  ডাকাতি

২০১৪ আগস্ট ০২ ১৭:৫১:৩৭

নওগাঁ প্রতিনিধি : শুক্রবার দিনগত রাতে নওগাঁর রাণীনগরে এক সংখ্যালঘূ পরিবারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে মারপিট করে মোটরসাইকেল, স্বর্ণের গহনা ও নগদ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এসময় ডাকাতদের মারপিটে  গৃহস্বামী অসিম কুমার (৩০) ও তার ভাই পবিত্র কুমার (২৫) গুরুতর আহত হলে তাদের রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার ত্রিমোহনি চকমুনু হিন্দু পাড়ার মৃত জ্যোতিস চন্দ্রের পুত্র অসিম কুমারের বাড়ির পরিত্যক্ত ঘরের দেয়াল ভেঙ্গে রাত অনুমান সাড়ে ১১টায় ১০/১৫ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে। এসময় সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির সব লোকজনকে এক ঘরে দেশীয় অস্ত্রের মূখে জিম্মি করে হাত-মুখ বেঁধে মারপিট করে একটি ডিসকভার ১৩৫ সিসি মোটরসাইকেল, ৫ ভরি স্বর্ণের গহনা, ৩টি মোবাইল ফোন, কাঁসার বাসনপত্র ও কাপড়-চোপড়সহ নগদ প্রায় ৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় । এসময় ডাকাতদের মারপিটে অসিম কুমার(৩০) ও পবিত্র কুমার (২৫) দুই সহোদর গুরুতর আহত হয়। অসিম কুমারের মা সীতারাণী জানান, বিগত ২০০৮ সালেও তাদের বাড়িতে ডাকাতি হয়েছিল।

এ ব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী ডাকাতির বিষয়টি স্পষ্ট করে না বললেও তিনি জানান, একটি ঘটনা ঘটেছে, খবর পেয়ে আমরা ভোর রাতেই ঘটনাস্থল তদন্ত করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(বিএম/এটিআর/অাগস্ট ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test