E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজদিখানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

২০১৯ নভেম্বর ১৪ ১৭:১১:০১
সিরাজদিখানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : বিভিন্ন আয়োজনে ‘আসুন পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি’ এই শ্লোগানকে ধারণ করে সিরাজদিখান উপজেলায় শান্তিস্যার ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় শান্তিস্যার মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে ঐ হাসপাতালে চার শতাধিক রোগীকে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয়।

এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেযারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার আসফিকুন নাহার, কে.বি মহাবিদ্যালয় সাবেক অধ্যক্ষ্য গিয়াসউদ্দিন মিঞা, শান্তিস্যার মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারের পরিচালনা ডা. দেবব্রত ঘোষ সমীর, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, রশুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন, ইচ্ছেঘুড়ি স্বত্তাধিকারী জ্ঞানদীপ ঘোষ, সিরাজদিখান থানার এস আই তন্ময় মন্ডল, ব্যাংক এশিয়ার সিরাজদিখান শাখা ব্যাস্থাপক বিপুল সরকার,দলিল উদ্দিন মাস্টার, রাজদিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, গৌতম রাজবংশী, সাংবাদিক গোপাল দাস হৃদয় প্রমুখ।

পরে বর্ণাঢ্য র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শান্তিস্যার মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টারের পরিচালনা পর্ষদের পরিচালক ডা. দেবব্রত ঘোষ সমীর।

(এসআরডি/এসপি/নভেম্বর ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test