E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রুপগঞ্জে সড়ক দুর্ঘটনা

নওগাঁর পাঁচ আদিবাসী শ্রমিকের শেষকৃত্য সম্পন্ন

২০১৪ আগস্ট ০৪ ১৭:৩২:১২
নওগাঁর পাঁচ আদিবাসী শ্রমিকের শেষকৃত্য সম্পন্ন

নওগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রুপগঞ্জে সব্জি বোঝাই ট্রাক উল্টে নিহত নওগাঁর পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের রসুলপুর বিরিঞ্চি গ্রামের ৫ আদিবাসী শ্রমিকের লাশ সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে গ্রামে এসে পৌঁছেছে।

লাশ পৌছার পর সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। স্বজনদের আহাজারীতে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। মৃতদেহগুলি পৌঁছার পর পরই আদিবাসী ৫ শ্রমিকের লাশ শ্মশানে নেয়া হয়। সেখানে আদিবাসীদের রীতি অনুযায়ী নিহতদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। পরিবারগুলোতে চলছে এখন শোকের মাতম।
শেষকৃত্য অনুষ্ঠানে পত্নীতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল ইসলাম, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রফিক, মাটিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল ফারুকসহ আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ এবং গ্রামের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, নিহত প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন নওগাঁর জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে পত্নীতলার সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল ইসলাম নিহতদের পরিবারের মাঝে এই টাকা বিতরণ করেন। এছাড়া, ওই দুর্ঘটনায় আহত আরো ২ জনের চিকিৎসার অর্থ প্রদানের আশ্বাস দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
সোমবার সকালে নিহত ৫ আদিবাসীর লাশ গ্রামে আসার পর আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে শোকের মাতম শুরু হয়। আদিবাসীদের পাশাপাশি পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষমদের হারিয়ে আদিবাসী ওই পরিবার গুলো এখন দিশেহারা।
উল্লেখ্য, শনিবার রাতে পত্নীতলা উপজেলার বিরিঞ্চি গ্রাম থেকে ৭ আদিবাসী শ্রমিক কাজের জন্য চট্টগ্রামে উদ্দেশ্যে রওনা দেয়। তারা বগুড়া থেকে চট্টগ্রামগামী একটি সব্জি বোঝাই ট্রাকের ওপরে উঠে কম ভাড়ায় চট্টগ্রাম যাচ্ছিলেন। শনিবার মধ্যরাতে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গাউছিয়া পুলিশ ফাঁড়ির সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের রসুলপুর বিরিঞ্চি গ্রামের মৃত ঘাউয়া উড়াও এর পুত্র সুশিল উড়াও (১৯), সানু উড়াও এর পুত্র ধনেশ উড়াও (৩০), গনেশ উড়াও এর পুত্র স্বপন উড়াও (১৬), মৃত কিষ্ট পাহানের পুত্র সুশিল পাহান (৪২) ঘটনাস্থলেই মারা যায়। এসময় গুরুত্বর আহত অবস্থায় একই এলাকার উত্তম চন্দ্র বর্ম্মনের পুত্র রিপন চন্দ্র বর্ম্মন (১৭), মৃত রবি উড়াও এর পুত্র সুবোধ উড়াও (৩৩), সুশিল পাহানের পুত্র মহেন্দ্র পাহান (১৬) কে নারায়ণগঞ্জের স্থানীয় স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করানো হলে সেখানে রিপন চন্দ্র বর্ম্মনও মারা যায়।
(বিএম/এএস/আগস্ট ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test