E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজী মুক্ত দিবস পালিত

২০১৯ ডিসেম্বর ০৬ ১৬:২৫:৫০
সোনাগাজী মুক্ত দিবস পালিত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের উদ্যোগে ৪৯তম সোনাগাজী মুক্ত দিবস পালিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে সোনাগাজীর বঙ্গবন্ধু পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভায় সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সৈয়দ মনির আহমদ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুজিব বাহিনীর যুদ্ধকালীন নোয়াখালীর ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আজিজুল হক চাষি, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আ'লীগের সাবেক সাধারন সম্পাদক জসিম উদ্দিন, পৌর আ'লীগ সভাপতি সেলিম পাটোয়ারি, সাবেক সাধারন সম্পাদক নুরুল আবছার, নুরুল আলম মিস্টার, পৌর কাউন্সিলর নুর নবী লিটন, উপজেলা আ’লীগ সাবেক প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার সাবেক সভাপতি আবদুল হালিম, সাধারন সম্পাদক এহতেশামুল হক বিপ্লব।

সোনাগাজী প্রেসক্লাব সাধারন সম্পাদক ডাঃ গাজী মো. হানিফের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাব সহ সভাপতি মেহরাব হোসেন মেহেদি, জহিরুল হক খান সজিব, যুগ্ম সম্পাদক ছালাহ উদ্দিন, বাহার উল্যাহ, দপ্তর সম্পাদক ইকবাল হোসাইন, প্রচার সম্পাদক আবদুর রহিম, নির্বাহী সদস্য নুরুল করিম সাইফুল, নুরুল আফছার সোহাগ, গিয়াস আল মামুন, কবি মহি উদ্দিন খোকন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সংগঠক আফতাব হোসেন মোমিন ভুঞা, আকবর হোসেন রিগ্যান, সন্তান কমান্ডের পৌর সভাপতি বোরহান উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, চুড়ান্ত বিজয়ের আগে ৫ ডিসেম্বর সোনাগাজী থানা ও ৬ ডিসেম্বর ফেনী মহকুমা হানাদার মুক্ত হয়। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। প্রতিবছর সরকারি ভাবে দিবসটি পালন করা উচিত। আলোচনা সভা শেষে, মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সোনাগাজী প্রেসক্লাব নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড'র বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test