E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তোবার শ্রমিকদের হুমকি দেওয়ার অভিযোগ

২০১৪ আগস্ট ০৬ ১০:৩৮:৫১
তোবার শ্রমিকদের হুমকি দেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজধানী বাড্ডার হোসেন মার্কেটের তোবা গ্রুপের বকেয়া বেতন-ভাতার দাবিতে অনশনরত শ্রমিকদের হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত থেকে পুলিশ ও মালিক পক্ষের ক্যাডাররা তাদের হুমকি দিচ্ছে বলে শ্রমিক সূত্রে জানা গেছে।

বুধবার সকালেও মালিক পক্ষের ৩০ থেকে ৪০ জন ক্যাডার শ্রমিকদের হুমকি দিয়ে বলেছে, ‘তোরা আজ বেতন না নিতে গেলে আর বেতন দেওয়া হবে না। এখানেও থাকতে দেওয়া হবে না।’

অন্যদিকে, সাততলার তোবা গার্মেন্টসে যাওয়ার পথে চারটি গেটে পুলিশ অবস্থান করে কাউকে উপরে উঠতে দিচ্ছে না।

এদিকে, শ্রমিকরাও তাদের দাবি আদায়ে অনড় রয়েছেন। তারা বলছেন, তিনমাসের বকেয়া বেতন-ভাতা এক সঙ্গে দিতে হবে এবং অসুস্থ শ্রমিকদের চিকিৎসা দেওয়াসহ ক্ষতিপূরণ দিতে হবে।

তারা আরো বলছেন, বেতন নেওয়ার জন্য তারা বিজিএমইএ ভবনে যেতে রাজি নন। তাদের বেতন-ভাতা তোবা গ্রুপের কারখানায় এসে দিতে হবে।

এদিকে, তোবা গ্রুপের শ্রমিক সোহেল ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য অনীক রায় অভিযোগ করেন, মঙ্গলবার রাতে পুলিশ শ্রমিকদের তোবা গ্রুপের ফ্লোর থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে।

তারা আরো অভিযোগ করেন, পুলিশ ও মালিক পক্ষের ক্যাডাররা তোবা গ্রুপের ফ্লোরে ও নিচে অবস্থান করে শ্রমিকদের হুমকি দিচ্ছে বিজিএমইএ ভবনে যেতে।

তবে শ্রমিকদের এ অভিযোগ অস্বীকার করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামরুল ফারুক।

তিনি জানিয়েছেন, শ্রমিকদের অভিযোগ সত্যি নয়। তারা শুধুমাত্র সেখানে অবস্থান করে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন মাত্র।

তিন মাসের বেতন-ভাতা আদায়ের দাবিতে তোবা গ্রুপের পাঁচটি কারাখানার এক হাজার ছয়শ শ্রমিকরা ঈদের আগের দিন থেকে অনশন পালন করে আসছেন। অনশনরত শ্রমিকদের মধ্যে অনেকেই ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন।

(ওএস/এইচআর/আগস্ট ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test