E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্ত্রীর পর শ্যালীকাকে বিয়ে, পরে খুনের কথা স্বীকার

২০১৪ আগস্ট ০৬ ১৪:৩৯:১৩
স্ত্রীর পর শ্যালীকাকে বিয়ে, পরে খুনের কথা স্বীকার

চট্টগ্রাম প্রতিনিধি : স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে তারই বোনকে বিয়ে করার প্রায় ছয় মাস পর খুনের কথা স্বীকার করেছেন চট্টগ্রামের এক ব্যক্তি।

গার্মেন্টকর্মী আল মামুন (৩৪)মঙ্গলবার চট্টগ্রামের মহানগর হাকিম মাশফিকুল ইসলামের আদালতে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন বলে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) আব্দুর রউফ জানান।

২০১৩ সালের ১৭ মার্চ নগরীর ব্যাটারি গলির বাসা থেকে মামুনের স্ত্রী লায়লা আক্তার মনির (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঝগড়ার পর অভিমানে মনি আত্মহত্যা করেছে বলে তখন প্রচার করেন মামুন। এরপর মনিরই আপন বোনকে বিয়ে করেন তিনি।

নিহতের ময়নাতদন্ত প্রতিবেদনে খুনের আলামত পাওয়ার পর গত মাসে মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।

এসি রউফ বলেন, “আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে মামুন বলেছেন- মনিকে গলাটিপে হত্যার পর লাশ রশি দিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দেন তিনি।

“পারিবারিক কলহের জেরেই তিনি স্ত্রীকে খুন করেছিলেন।”

বরিশালের ভান্ডারিয়ার বাসিন্দা মামুন নগরীর কোতোয়ালি থানার ব্যাটারি গলি এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। মেহেদীবাগ এলাকার একটি পোশাক কারখানায় ‍কাজ করেন তিনি।

মনির লাশ উদ্ধারের পর নগরীর কোতোয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা করে পুলিশ। এরপর চলতি বছরের ১৪ জুলাই নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পায় পুলিশ। এর তিন দিনের মাথায় ১৭ জুলাই মামুনকে কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

এরপর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদে মামুন হত্যার কথা স্বীকার করেন। পরে মঙ্গলবার তিনি আদালতে এর স্বীকারোক্তি দেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর মামুনকে কারাগারে পাঠায় আদালত।

(ওএস/এটিআর/আগস্ট ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test