E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় চেম্বারের নির্বাচনে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা

২০১৪ আগস্ট ০৬ ১৬:০৫:৩৪
নওগাঁয় চেম্বারের নির্বাচনে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা

নওগাঁ প্রতিনিধি : আগামী ২৩ আগষ্ট শনিবার নওগাঁ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নওগাঁর ব্যবসায়ী মহলে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নওগাঁ চেম্বারের নির্বাচনে এবার লড়াই হবে “আহম্মদে-মোহাম্মদে”। ঠিক এমনই কথা ছড়িয়ে পড়েছে শহরের ব্যবসায়ী ভোটারদের মুখে মুখে। কার্যকরী পরিষদের ১৬টি পদে দু’টি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতায় নেমেছেন।

প্যানেল দু’টি হলো, বর্তমান সভাপতি মেসার্স দ্বীন ইম্পেক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী দ্বীনের নেতৃত্বে “সম্মিলিত শিল্প ও ব্যবসায়ী পরিষদ” এবং মেসার্স আহম্মদ এ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী আহম্মদ আলীর নেতৃত্বে “ব্যবসায়ী ঐক্য পরিষদ”। দু’টি প্যানেলের প্রার্থীরাই কোমড় বেঁধে মাঠে নেমেছেন। ব্যবসায়ী ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে ফিরছেন তারা। তবে এককভাবে নয়। প্রার্থীরা পুরো প্যানেলের জন্যই ভোট প্রার্থনা করছেন। বুধবার মোহাম্মদ আলী দ্বীনের নেতৃত্বে তার প্যানেলের প্রার্থীরা ভোটারদের ব্যবসা প্রতিষ্ঠানে ভোট প্রার্থনা করতে দেখা গেছে। অপর দিকে আহম্মদ আলীর প্যানেলের প্রার্থীরাও ঘরে বসে নেই। সব কিছু মিলে জমে উঠেছে নির্বাচনী প্রচারনা।
মোহাম্মদ আলী দ্বীনের “সম্মিলিত শিল্প ও ব্যবসায়ী পরিষদ” প্যানেলে ১৬ টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এই প্যানেলে প্রার্থীরা হলেন, মোহাম্মদ আলী দ্বীন, মোঃ আতাউর রহমান, মোঃ ইকবাল হাসান খান, মোঃ রেজাউল হাসান, মাহমুদ মোল্লা আপেল, শ্রী দীপক কুমার সরকার, মোঃ আহসান সাঈদ, মোঃ সামশুল হক, ডা. এস.এম. রেজাউল মাহমুদ, নাসির উদ্দিন আহম্মেদ, রহিমা হক, মোঃ আব্দুল আজিজ, মোঃ মোতাহার হোসেন পলাশ এবং এস.এম. ওয়াহিদুজ্জামান। অপরদিকে আহম্মদ আলীর “ব্যবসায়ী ঐক্য পরিষদ” প্যানেলে ১৬ টি পদে ১৬ জন প্রার্থীই প্রতিদ্বন্দিতা করছেন। এই প্যানেলের প্রার্থীরা হলেন, আহম্মদ আলী, শ্রী অমিয় কুমার দাস, এবিএম মোস্তাফিজুর রহমান চৌধুরী রুনু, মোঃ মামুনুর রশিদ, শেখ রুহুল আমিন আরমান, একেএম আমিনুল ইসলাম লেবু, আলহাজ্ব এমএ খালেক, মোঃ ইকবাল শাহরিয়ার, রতন কুমার সাহা, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আনোয়ার হোসেন মন্ডল, আলহাজ্ব আবু বক্কর ছিদ্দীক, শ্রী রতন কুমার দেব, সুনীল কুমার সাহা, মোঃ বুলবুল ইসলাম স্বপন এবং রাজকুমার আগরওয়াল। সকল প্রার্থী নিজ প্যানেলকে বিজয়ী করতে মরিয়া হয়ে কাজ করছে।

(বিএম/এএস/আগস্ট ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test