E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিন সপ্তাহেও হদিস নেই অপহৃত শিশু রনির

২০১৪ আগস্ট ০৭ ১৭:৩৭:৪৬
তিন সপ্তাহেও হদিস নেই অপহৃত শিশু রনির

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার দহপাড়া গ্রাম থেকে অপহৃত পাঁচ বছরের শিশু রনিকে তিন সপ্তাহেও উদ্ধার করতে পারেনি থানা পুলিশ।

পুলিশের একই বক্তব্য, উদ্ধারের জন্য তারা জোর তৎপরতা চালাচ্ছে। সন্তানের খোঁজ না পাওয়ায় রনির পিতা আউয়াল সরকার ও মা শিল্পী খাতুন পাগলপ্রায়। কোন সান্তনাই তাদের আশ্বস্ত করতে পারছে না। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করলেও অপহৃত শিশুটির হদিস পায়নি।
গ্রেফতারকৃতদের মধ্যে অপহৃ’তর চাচাতো ভাই তারিকুল ইসলাম ও তার বন্ধু মাহবুব হোসেনেকে গত ৩০ জুলাই পাবনার সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট শিপন কুমার মোদকের আমলী আদালত-৪ এ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। এছাড়া গ্রেফতারকৃত আরেক আসামী তাছলিমা খাতুনকে গত সোমবার দুই দিনের রিমান্ডে নিয়ে আসে পুলিশ।
উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর দহপাড়া গ্রাম থেকে গত ১৭ জুলাই আব্দুল আউয়ালের ছেলে রনি সরকারকে অপহরণ করা হয়। অপহরণকারীরা রনির পিতার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মোবাইলে ফোন ও ম্যাসেজ পাঠায়। অপহরণের পর পুলিশ বিষয়টি জানার পর অতি গোপনে তা প্রকাশ না করে শিশুটির খোঁজ করতে থাকে। এ ব্যাপারে চাটমোহর থানায় বারবার যোগাযোগ করা হলে, পুলিশ জানায়, কোন অভিযোগ নেই। তবে শিশুটি নিখোঁজ হওয়ায় থানায় একটি জিডি করেন আউয়াল সরকার।
থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে কয়েকজনকে। জিজ্ঞাসাবাদ শেষে ৪ জনকে ছেড়ে দেওয়া হয়। বাঁকি ৩ জনের মধ্যে উপজেলার কামালপুর দহপাড়া গ্রামের তারিকুল সরকার ও মাহবুব দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দেয়। এছাড়া আটঘরিয়া উপজেলার কুমেরশ্বর গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী তাছলিমা খাতুনকে গ্রেফতার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এই অপহরণ ঘটনার সাথে আব্দুল মান্নান জড়িত বলে পুলিশ নিশ্চিত হয়। কিন্তু তাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ওসি সুব্রত কুমার সরকার বলেন, এখনো রনিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাকে উদ্ধারের জন্য জোর তৎপরতা চলছে। তদন্তের স্বার্থে অন্যান্যদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
চাটমোহরে একের পর এক খুন, অপহরণ, ছিনতাই বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতংক বিরাজ করছে। খোদ উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা সংসদ সদস্যের উপস্থিতিতে চাটমোহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। গত এক মাসে একাধিক হত্যাকান্ড, অপহরণ, ধর্ষনের ঘটনা ঘটেছে। পাশাপাশি বেড়েছে সামাজিক অপরাধ। চাটমোহরে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে ওসি সুব্রত কুমার সরকার বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষনিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কয়েকটি ঘটনা ঘটেছে তা পারিবারিক কারণে। চাটমোহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে তিনি দাবি করেন।
(এসএইচএম/এএস/আগস্ট ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test