E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনার পাথরঘাটা থেকে হাত পা-বাঁধা স্কুলছাত্র উদ্ধার

২০২০ ফেব্রুয়ারি ২৩ ১৮:০৫:০৬
বরগুনার পাথরঘাটা থেকে হাত পা-বাঁধা স্কুলছাত্র উদ্ধার

অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটা পৌরশহরের বিষখালী বেরিবাঁধ থেকে শনিবার রাতে হাত পা বাঁধা অবস্থায় ১ স্কুলছাত্রকে উদ্ধার করে পাথরঘাটা পুলিশ।

জানা গেছে, গতকাল দুপুর দুইটার দিকে ওই ছাত্রটিকে জেলা শহর বরগুনার রংধনু ক্লিনিকের সামনে থেকে রুমালে চেতনা নাশক ঔষধ দিয়ে অপহরণ করে অজ্ঞাত কয়েক দুর্বৃত্ত।

অপহৃত স্কুল ছাত্রটির নাম আরিফুল (১৪)। সে বরগুনা সদর উপজেলার জাকিরতবক গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে। এছাড়াও আরিফুল বরগুনা উদয়ন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।

স্কুল ছাত্র আরিফুল জানায়, ছুটির পরে বরগুনা সদরের নুর লাইব্রেরীতে গাইড কিনতে যাই। সেখানে গিয়ে দোকান বন্ধ পেয়ে রুমে ফিরে যাওয়ার পথে কিছু লোক আমার পিছু নেয়। রংধনু ক্লিনিকের সামনে থেকে আসার সময় তার মুখে রুমাল ধরে অজ্ঞান করে একটি লাল মোটরসাইকেলে উঠায় বলে মনে পরে। এরপর হুঁশ ফিরেলে তিনি নদীর পাড়ে একটি ভাঙ্গা নৌকায় হাত পা বাঁধা ও মুখে টেপ দিয়ে আটকানো অবস্থায় নিজেকে আবিষ্কার করেন।

আরিফুল ইসলামের মা রিনা বেগম জানান, তার ছেলে বরগুনার উদয়ন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের বাসায় থেকে লেখাপড়া করে। শনিবার বাড়ি থেকে স্কুলে গিয়ে ক্লাস করে প্রধান শিক্ষক জাকির হোসেনের বাসায় যায়। সেখান থেকে গাইড কিনতে বের হয়ে বাসায় ফিরে না যাওয়ার বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানালে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। পরে রাত সাড়ে দশটার দিকে পাথরঘাটা থানা থেকে আরিফকে উদ্ধার হওয়ার কথা জানতে পারি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত আটটার দিকে বেরিবাঁধ এলাকা থেকে স্থানীয়রা সংবাদ দিলে সেখান থেকে আরিফকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ওই ছাত্রের বুকে ব্লেডের আঁচড়ের দাগ রয়েছে।

তিনি আরো জানান, স্কুল ছাত্রকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

(এটি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২০)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test