E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর রথযাত্রা মেলায় চলছে জুয়া আর অশ্লীল নৃত্য

২০১৪ আগস্ট ০৮ ১৭:১৩:১৫
নওগাঁর রথযাত্রা মেলায় চলছে জুয়া আর অশ্লীল নৃত্য

নওগাঁ প্রতিনিধি : প্রশাসন থেকে মেলার অনুমতি না নিয়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি ও স্থানীয় প্রশাসনের যোগসাজশে নওগাঁ জেলার মান্দা উপজেলার কুশুম্বা ইউনিয়নের ঐতিহাসিক বুড়িদহ রথযাত্রা মেলায় চালানো হচ্ছে নারীদেহের উলঙ্গ নাচ, জুয়া, হাউজি, মাদকব্যবসাসহ নানা ধরনের অসামাজিক কর্মকান্ড। ফলে এলাকার যুবসমাজ চরম অবক্ষয়ের দিকে ধাবিত হওয়ায় অভিভাবকমহল শঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে উঠেছে।

প্রতিদিন মেলায় সন্ধ্যা থেকে শেষ রাত পর্যন্ত হাইশো নামে ছোট ছোট পতিতালয় (কুটিরঘর) গড়ে তোলা হয়েছে। ও্ই সব কুটিরঘরে বসে চলে মদের আড্ডা ও দেহ ব্যবসা। মন্দিরের পার্শ্বেই বসানো হয়েছে প্রায় ৫০টি জুয়ার বোর্ড। সেখান থেকে প্রতি রাতে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা। এছাড়া মাইকের উচ্চ শব্দে আশে পাশের শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক বিঘœ ঘটছে। অশ্লীল নৃত্য দেখে উঠতি বয়সের যুবকরা নানা রকম অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এ নিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন, এলাকাবাসি, সচেতন মহল ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে, রথযাত্রা উপলক্ষে থানা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক মোল্লার ছেলে বাদশা মোল্লা মেলার আয়োজন করার জন্য অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসন বরাবর আবেদন করে। কিন্তু পবিত্র মাহে রমজান এর সিয়াম পালন করায় মেলা ভালো জমবে না বলে অনুমতি দেয়া হয়নি। কিন্তু ঈদ শেষ হওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক মাইকিং করা হয় মেলা সম্পর্কে। পর দিনে থেকে এলাকার এক প্রভাবশালী রাজনৈতিক নেতার মদদে ও স্থানীয় প্রশাসনের কতিপয় কর্মকর্তার যোগসাজসে জোর করে মন্দির প্রাঙ্গনে এ অবৈধ্য জুয়ার মেলা বসানো হয়।

মেলা শুরুর আগে থেকে যশোর, দৌলতিয়া-টাঙ্গাইল ও ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা হয় বিতর্কিত চরিত্রের নারীদের। আর মেলায় রাত থেকে তাদের দিয়ে চালানো হচ্ছে হাই-শো’র নামে উলঙ্গ নৃত্য ও দেহ ব্যবসা। মেলার পার্শ্বে বসানো হয়েছে প্রায় ৫০টি জুয়ার বোর্ড। এ কারণে এলাকায় আইনশৃঙ্খালার অবনতি দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে জুয়া খেলার সময় প্রায় ১০/১২ জনকে মারপিট করে জুয়াড়ীরা। ঘটনাটি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আকতার জাহান ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেন। বুড়ি দহ রথযাত্রা মন্দির কমিটির সভাপতি মোহনী কান্ত প্রাং ক্ষোভের সঙ্গে বলেন, কোন মানুষ চান না ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের অনৈতিক কার্যকলাপ চলুক। কিন্তু আমরা অসহায়। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনার যা জেনেছেন যা দেখেছেন, তাই লিখুন। মেলা সম্পর্কে মন্দির কমিটির কিছু বলারও নেই করারও নেই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নভেল আলী জানান, দেশের বিভিন্ন স্থান থেকে পতিতাদের এনে তাদের দিয়ে চালানো হচ্ছে উলঙ্গ নৃত্য, জুয়া, হাউজি ও মাদকব্যবসাসহ অসামাজিক কাজ। যার কারণে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। প্রতি রাতেই মেলায় জুয়া খেলা নিয়ে মারামারি হচ্ছে। সব চেয়ে ক্ষতির সম্মূখীন হচ্ছে যুব সমাজ। অবিলম্বে মেলা বন্ধের দাবি জানান তিনি।

(বিএম/এটিআর/আগস্ট ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test