E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জনবান্ধব পুলিশিং কর্যক্রমের দৃষ্টান্ত রাখলেন পুলিশ কর্মকর্তা 

২০২০ মার্চ ০৭ ১৬:২৩:০৯
জনবান্ধব পুলিশিং কর্যক্রমের দৃষ্টান্ত রাখলেন পুলিশ কর্মকর্তা 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : বদলে গেছে দেশ বদলে গেছে পুলিশিং কার্যক্রম ।পাংশা হাসপাতালে ভর্তি এক রোগীকে বাঁচাতে নিজের শরীরে রক্ত দানের মাধ্যেমে অর্ত মানবতার সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন  মোঃ লাবীব আব্দুল্লাহ (সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল, রাজবাড়ী) ৭ মার্চ  দুপুরে পাংশা স্ব্যাস্থ্য কেন্দ্রে রক্ত দান করেন।

ঐতিহাসিক ৭ ই মার্চ দুপুরে রক্ত দান কালীন সময়ে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা স্ব্যাস্থ্য কর্মকর্তা ডাঃ মোছাঃ আনজুয়ারা খাতুন ( সুমী), উপজেলা উপজেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ তৈয়বুর রহমান, প্যাথলজি বিভাগের ইনচার্জ মোঃ আমিরুল ইসলাম, ব্লাড ব্যাংক পাংশা ( অনলাইন) এর প্রধান সমন্নয়ক মোঃ রফিকুল ইসলাম ।

উল্লেখ্য সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল মোঃ লাবীব আব্দুল্লাহ, ব্লাড ব্যাংক পাংশা এর উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য।

ব্লাড ব্যাংক পাংশা স্বেচ্ছায় রক্তদান বৃৃদ্ধি করণ ও রক্তদান সম্পর্কিত সামাজিক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালিত করে থাকে। সংগঠনের সার্বিক সহযোগীতায় আশিক মাহমুদ মিতুল ফ্যান ক্লাব, পাংশা।

ইতিপূর্বে এই সংগঠন ‘‘ নিরাপদ হোক রক্ত দান- আপনার রক্তে বাচুক প্রান’’ এই স্লোগান কে সামনে রেখে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও রক্তদান কর্মসূচি পালন করেছে। মুজিব বর্ষে নানা কর্মসূচি পালন করছে সংগঠন টি। আজ এই সংগঠনের মাধ্যমে ৯ জন রোগীকে বিনামূল্যে রক্ত প্রদান করা হয়।

(এস/এসপি/মার্চ ০৭, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test