E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইলিশ ধরায় রায়পুরে ১৭ জেলের জরিমানা

২০২০ মার্চ ০৮ ১৬:৫২:০৮
ইলিশ ধরায় রায়পুরে ১৭ জেলের জরিমানা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ ধরায় লক্ষ্মীপুরের রায়পুরে ১৭ জেলের জরিমানা করা হয়েছে। শনিবার মধ্য রাত থেকে রবিবার সকাল পর্যন্ত রায়পুর মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে এ ১৭ জেলেকে আটক করেছে স্থানীয় কোস্টগার্ডসহ মৎস্য বিভাগ। এ সময় তাদের কাছ থেকে এক তিনটি নৌকা, ২৫ কেজি ইলিশ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলেদের প্রত্যেকের ২ হাজার করে ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়। দ-প্রাপ্ত জেলেরা বরিশাল, হাইমচর ও রায়পুর উপজেলার বাসিন্দা।

রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য ও কোস্টগার্ড কর্মকর্তাসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, নিষেধাজ্ঞার সময় মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে ইমান হোসেন, হাছান আলী, হোসেন আলী, আলা উদ্দিন, নোমান, জাকির, জাহাঙ্গীর, মাইদুল, আবুল কালাম, দেলোয়ার, আলা উদ্দিন, মনিরসহ ১৭ জেলেকে আটক করে অর্থদ- করেন ভ্রাম্যমাণ আদালত।

তিনি আরও জানান, জাটকা রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনার অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়। এসময় আইন আমন্য করে মাছ শিকার করলে জেল-জরিমানার বিধান রয়েছে।

(এস/এসপি/মার্চ ০৮, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test