E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটিয়ায় পাঁঠা ছাগলে বড় বাজার

একটি ছাগলের দাম তিন লাখ টাকা

২০১৪ আগস্ট ০৯ ১২:৫৩:৩৯
একটি ছাগলের দাম তিন লাখ টাকা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : হিন্দু ধর্মালম্বীদের মনসা পূজা আর মাত্র কয়েকদিন বাকী। আগামী ১৭ আগস্ট রবিবার (৩০ শ্রাবন) অনুষ্টিত হবে মনসা পূজা। এ মনসা পূজাকে ঘিরে  পটিয়ায় জমে উঠেছে জমজমাট “পাঁঠা” ছাগলের বাজার।

বৃহত্তর চট্টগ্রামের মধ্যে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জমে উঠা পাঁঠা ছাগলের বাজার চট্টগ্রাম জেলার মধ্যে বড় বাজার হিসেবে খ্যাত। শুক্রবার এ বাজারেই একটি পাঁঠার দাম হাকা হয় তিন লাখ টাকা। কিন্তু দাম বেশী হাঁকাতে ক্রেতারা ছাগলটি কিনতে পারেনি। তবে ছালটি কেলার জন্য অনেকে আগ্রহ করে দুই লাখ ২০ হাজার টাকার বেশী উঠেনি। বিক্রেতা তার টার্গেট আগামী বাজার পর্যন্ত অপেক্ষ করবে । পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের অলির হাট থেকে টিপু সর্দার নামের এক গৃহস্থ গত শুক্রবার এই বাজারে আনে এ পাঁঠা ছাগলটি। তার পালিত দেশীয় জাতের এই পাঁঠা ছাগলের দাম হেকেছে সাড়ে তিন লাখ টাকা। এছাড়াও ১ লক্ষ ও দেড় লক্ষ টাকা মূল্যের অনেকগুলো ছাগল বাজারে এসেছে। উপজেলার অলির হাট এলাকার উজ্জল বিশ্বাস নামে এক ব্যক্তি ২ লাখ ২০ হাজার টাকায় একটি পাঠাঁ ছাগল বিক্রয় করেন। ছাগলটির ক্রেতা নগরীর হাজারী গলির মিলন জয়েলার্সের মালিক প্রদীপ ধর।

জানা যায়- বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলা সহ বিভিন্ন উপজেলা থেকে এই বাজারে আনা হয় বিভিন্ন জাতের বড় বড় পাঁঠা ছাগল। কিছু কিছু ছাগল রাজশাহী ও পাবনা জেলা থেকেও আসে । এছাড়াও পাঁচ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার মধ্যে প্রায় পাঁচ শতাধিক ছাগল বেচাকেনা হয় বলে জানান হাটের ইজারাদার সদস্য ব্যবসায়ী আহমদ কবির।

পৌর এলাকার সুচক্রদন্ডী থেকে আসা রাজীব ধর নামে এক ক্রেতা জানান, অন্য বারের তুলনায় এবার ছাগল বেশী আসলেও দাম হাকানো হয়েছে বেশী। তবে এই বাজারে সুন্দর ব্যবস্থাপনা থাকায় কোন ধরনের ভোগান্তি পোহাতে হয়নি ক্রেতাদের।

(এনআই/এইচআর/আগস্ট ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test